মোদীকে ইয়ো ইয়ো টেস্টের তাৎপর্য বোঝালেন বিরাট

0
71

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

আইপিএল খেলতে ভারত অধিনায়ক বিরাট কোহলি এখন দুবাইয়ে। তার মধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিকনফান্সে কথা বললেন বিরাট।

Modi and Virat | newsfront.co
ছবিঃ ডিডি নিউজ

মোদী তাঁর সরকারের ‘ফিট ইন্ডিয়া কর্মসূচি’ বিষয়ে কথা দেশের ক্রীড়া তারকাদের সঙ্গে আলোচনা করেন বিরাটও ছিলেন সেখানে।

মোদী বিরাটকে জিজ্ঞাসা করেন তিনি যে দলে ইয়ো ইয়ো টেস্ট চালু করেছেন সেটা আসলে কী? এছাড়া অধিনায়ক বিরাট কে কি এই টেস্ট দিতে হয়?

আরও পড়ুনঃ আইপিএলে ছয় ডাবল সেঞ্চুরির রেকর্ড রোহিতের

উত্তরে কোহলি জানান, ‘এই টেস্টটি ফিটনেস দৃষ্টিকোণ থেকে খুব গুরুত্বপূর্ণ ছিল। দলের ফিটনেস উঁচু লেভেলে নিয়ে গেছে। আমরা যদি গ্লোবাল ফিটনেস স্তর নিয়ে কথা বলি, তবে অন্যান্য দলের তুলনায় আমাদের ফিটনেস স্তর এখনও কম। সেখানে দল হিসেবে আমাদের আরও ফিট হতে হবে। কারণ ক্রিকেট অনেক ফাস্ট হয়েছে আগের থেকে।

আরও পড়ুনঃ স্মিথকেই তাঁর ইনিংসের জন্য ধন্যবাদ দিচ্ছেন সঞ্জু

ইয়ো-ইয়ো টেস্ট করার সময় দু’ সেট কোন রাখা থাকে৷ যার মধ্যে দূরত্ব থাকে ২০ মিটার৷ একবার বিপ বাজানোর পরে, একজন অ্যাথলিটকে পরের বিপ শোনার আগে নিদিষ্ট জায়গায় পৌঁছতে হবে আর তৃতীয় বিপ শোনার আগে যেখানে শুরু হয়েছিল সেখানে ফেরত আসতে হবে।

দলের প্রত্যেক ক্রিকেটারকে সুযোগ পেতে গেলে এই টেস্টে পাস করতে হবে এমনকি আমাকেও। আগে অনেকে অভ্যস্ত না হলেও এখন সবাই মানিয়ে নিয়েছে।’ মোদী সেটা শুনে শুভেচ্ছা জানান ভারত অধিনায়ককে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here