নেতানিয়াহুকে দোষীদের শাস্তির আশ্বাস মোদীর

0
66

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দিল্লিতে ইজরায়েল দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনার তীব্র সমালোচনা করে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিলেন, “দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।” ভারত-ইজরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে বিঘ্নিত না হয় তার জন্য তৎপর কেন্দ্র।

PM Modi | newsfront.co
ফাইল চিত্র

সোমবারই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্ধু নেতানিয়াহুকে ফোনে আশ্বাস দেন মোদী, দোষীদের ধরতে সর্বশক্তি দিয়ে কাজ করছে ভারত। এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী।

গত শুক্রবার নয়াদিল্লিতে ইজরায়েল দূতাবাসের সামনে আইইডি বিস্ফোরণ হয়। প্রধানমন্ত্রী মোদী নেতানিয়াহুকে আশ্বাস দিয়েছেন, ইজরায়েলি দূতাবাস, কূটনীতিবিদদের সুরক্ষার জন্য চেষ্টার কোনও ত্রুটি রাখবে না ভারত। সেইসঙ্গে অপরাধীদের ধরতে উচ্চপর্যায়ের তদন্ত চালাচ্ছে কেন্দ্র। তাদের ধরে কঠোর শাস্তি দেওয়ার বিষয়েও ইজরায়েলের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন মোদী। দুই রাষ্ট্রনেতাই দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নিরাপত্তা সংস্থার কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ যোগী সরকারের নতুন তালিকায় দাগী অপরাধী কাফিল খান!

বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে দিয়ে মোদী-নেতানিয়াহুর কথোপকথনের বিষয়টি জানানো হয়েছে। বলা হয়েছে, দুই রাষ্ট্রনেতাই করোনা অতিমারী এবং সন্ত্রাস দমনে দ্বিপাক্ষিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। এর আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইজরায়েলি বিদেশমন্ত্রী গাবি আশকেনাজির সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন, কেন্দ্রের প্রধান কাজ হল ইহুদি দেশের কূটনীতিবিদ এবং দূতাবাসের সুরক্ষা নিশ্চিত করা। এই বিস্ফোরণের ঘটনাকে অত্যন্ত উদ্বেগের সঙ্গে দেখছে ভারত। দোষীদের ধরতে চেষ্টার কোনো ত্রুটি রাখা হবে না বলে জানিয়েছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here