‘সোনার লোভে বামেরা বিশ্বাসঘাতকতা করেছে’, কেরালায় ভোট প্রচারে মোদি

0
66

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

কেরালার রাজনীতির ‘নিকৃষ্টতম রহস্য’ এলডিএফ-ইউডিএফ আঁতাত, মন্তব্য মোদির।কেরালায় প্রচারে বাম শাসনকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী। শাসক এলডিএফকে ‘বিশ্বাসঘাতক’ বলেও আখ্যা দেন তিনি, টেনে আনেন সোনা পাচারের প্রসঙ্গ। একই সঙ্গে ক্ষমতায় এলে দক্ষিণী রাজ্যে উন্নয়নের কী কী করবে গেরুয়া শিবির তারও খতিয়ান তুলে ধরেন মোদি।

pm modi | newsfront.co

‘মেট্রো ম্যান’ ই শ্রীধরণের সমর্থনে মঙ্গলবার পালক্কাদে সভা করেন নরেন্দ্র মোদী। সেখানে প্রভু যীশুর সঙ্গে জুডাসের বিশ্বাসঘাতকতার প্রসঙ্গ আনেন প্রধানমন্ত্রী। বলেন, ‘কয়েকটি রুপোর টুকরোর জন্য প্রভু যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলো জুডাস। কয়েক টুকরো সোনার জন্য একই কায়দায় কেরালাবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বাম জোট।’

আরও পড়ুনঃ ছত্রধর মাহাতোর গ্রেফতারে প্রধান ভূমিকা শুভেন্দু অধিকারীর, অভিযোগ স্ত্রী নিয়তির

শাসক এলডিএফ ও বিরোধী ইউডিএফ-কে একই সঙ্গে এদিন আক্রমন করেন মোদী। তার বক্তব্য অনুযায়ী এই দুই জোট আপাত বিরোধী হলেও পার্থক্য শুধু নামেই বলে দাবি নমোর। এই দুই জোটের ‘আঁতাঁত’ কেরালার রাজনীতিতে ‘নিকৃষ্টতম রহস্য’ মন্তব্য মোদির। তাঁর কথায়, ‘কেরালার রাজনীতিতে গত কয়েক দশক ধরে নিকৃষ্টতম রহস্য হল এলডিএফ ও উইডিএফ-র আঁতাঁত। এই আঁতাঁত কী? প্রথমবারের জন্য প্রশ্ন তুলছেন কেরালাবাসী। পাঁচ বছর ধরে হয় বাম জোট, নয়তো কংগ্রেস নেতৃত্বাধীন জোট কেরালাকে লুট করেছে।’

শ্রীধরণই কেরালায় বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ। প্রচারে তাঁর প্রভূত প্রশংসা করেন মোদী। দেশের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার পিছনে শ্রীধরণের ভূমিকার কথা তুলে ধরেন তিনি। বলেন, ‘শ্রীধরণকে সবাই সমীহ-সম্মান করেন। উনি কেরালার প্রকৃত সন্তান। ক্ষমতার ঊর্ধ্বে উঠে তিনি উন্নয়নের কথা ভাবেন, তা বাস্তবায়ণের চেষ্টা করেন। তাই কেরালার উন্নতির জন্য এবার শ্রীধরণকে কাজ করার সুযোগ করেদিন।’

আরও পড়ুনঃ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থীর কনভয়ের সামনে ‘জয় শ্রী রাম’ ধ্বনি বিজেপি কর্মীদের

এছাড়াও, কেরালার মৎস চাষ থেকে শুরু করে কৃষি , আয়ুর্বেদ, সামাজিক ন্যায়বিচার, প্রযুক্তি, পর্যটন আর যা কিছু উন্নয়ন সম্ভব সব উন্নয়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। কেরালায় এবার ভোট একদফায় ৬ এপ্রিল। ফলাফল ২রা মে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here