পর্দার আড়ালে বাম-কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সমঝোতা চলছেঃ মোদী

0
88

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

একুশের বিধানসভা নির্বাচনের কথা চিন্তা করে আজ এক যাত্রায় দুটি কর্মসূচিতে যোগ দিতে রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর তিনটের একটু পরেই তাঁর বিমান অবতরণ করে দমদম বিমানবন্দরে। আজ হলদিয়ায় একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি হলদিয়া হেলিপ্যাড মাঠে বিজেপির জনসভাতেও যোগ দেন তিনি।

Narendra Modi | newsfront.co
চিত্র সৌজন্যঃ এএনআই

হলদিয়ায় আইওসি-র দ্বিতীয় ‘ক্যাটালিটিক আইসো-ডিওয়াক্সিং’ ইউনিটের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এর আনুমানিক খরচ ১ হাজার ১৯ কোটি টাকা৷ কর্মসংস্থানের সম্ভাবনা প্রায় ২ হাজার ২০০ জন বলে জানা যাচ্ছে ৷

PMO India | newsfront.co
চিত্র সৌজন্যঃ এএনআই

এছাড়াও প্রধানমন্ত্রী বিপিসিএল -এর ‘এলপিজি ইমপোর্ট টার্মিনাল’ উদ্বোধন করেন ৷ যার আনুমানিক খরচ ১ হাজার ১০০ কোটি টাকা৷ উদ্বোধন হয় ৪১ নম্বর জাতীয় সড়কে চার লেনের উড়ালপুল।

Foundation stone | newsfront.co
চিত্র সৌজন্যঃ এএনআই

এছাড়াও ঝাড়খণ্ড থেকে দুর্গাপুর পর্যন্ত পাইপলাইন ‘প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা গ্যাস’ প্রকল্পের শিলান্যাস করেন মোদী। ২ হাজার ৪০০ কোটি টাকার প্রকল্পে রাজ্যে এই প্রথম জিএআইলি -এর প্রকল্প শুরু হল। রাজনৈতিক সভা থেকে আক্রমণ আবার সরকারি মঞ্চ থেকে উন্নয়ন, এই দুইয়ের মিশেলেই নরেন্দ্র মোদীর এই পর্যায়ে বাংলায় আসা।

Prime Minister | newsfront.co
চিত্র সৌজন্যঃ এএনআই

আরও পড়ুনঃ শিশির – দিব্যেন্দু প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন হলদিয়ার জনসভা থেকে তৃণমূল সহ কংগ্রেস ও বামেদের নিশানা করেন। তিনি বলেছেন,’তৃণমূল, বাম কংগ্রেসে, শত্রুতা শুধু উপর উপর। পর্দার আড়ালে তৃণমূলের সঙ্গে সমঝোতা চলছে বাম ও কংগ্রেসের।’

PM Haldia Meeting | newsfront.co
চিত্র সৌজন্যঃ এএনআই

আরও পড়ুনঃ কৃষকদের বাড়িতে খেয়ে বিজেপি নেতারা কৃষক দরদী সাজার চেষ্টা করছেন! অভিযোগ তৃণমূলের

তিনি এবিষয়ে আরো বলেন, ‘‘গোপন বন্ধুত্ব থেকে সাবধান থাকুক। পর্দার আড়ালে বাম-কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সমঝোতা চলছে। দিল্লিতে একসঙ্গে বসে রণকৌশল তৈরি করেন এরা। কেরলে তো বাম-কংগ্রেসের সমঝোতাই রয়েছে, যে ৫ বছর তোমরা লুঠপাট চালাও, ৫ বছর আমরা চালাব। এখানেও সেই ষড়যন্ত্র চলছে। এদের সমর্থনে ভোট নষ্ট করলে ধোঁকাবাজির শিকার হবেন আপনারা।’’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here