ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
আফগানিস্তান প্রসঙ্গে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিদেশমন্ত্রী এস জয়শংকর একটি টুইট করে একথা জানিয়েছেন। তালিবানরা আফগানিস্তান দখল করার পর সেদেশে ভারতীয় বিনিয়োগ কিভাবে রক্ষা করা হবে এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে।
বিদেশমন্ত্রী এস জয়শংকর টুইটে জানিয়েছেন যে, সংসদে ফ্লোর লিডারদের আফগানিস্তান সম্পর্কে সমস্ত তথ্য দেওয়ার জন্য বিদেশমন্ত্রককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিষয়ে বিস্তারিত জানাবেন সংসদ বিষয়ক মন্ত্র প্রহ্লাদ যোশী। সুত্র মারফৎ জানা গিয়েছে যে আগামী ২৬ অগাস্ট, বৃহস্পতিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে এই বৈঠক। আফগানিস্তানের পরিকাঠামো নির্মাণে অন্তত ৩০০ কোটি ডলার বিনিয়োগ করেছে ভারত।
In view of developments in Afghanistan, PM @narendramodi has instructed that MEA brief Floor Leaders of political parties.
Minister of Parliamentary Affairs @JoshiPralhad will be intimating further details.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) August 23, 2021
এছাড়াও আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল ভারতবিরোধী সন্ত্রাসবাদী চক্রান্ত অনেকটাই কম ছিল আশরফ গনি সরকারের সময়। পরিবর্তিত পরিস্থিতিতে এখন ভারতেরও ভাবার বিষয় তারা কি করবে। এই সমস্ত বিষয় নিয়েই এদিনের বৈঠকে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনায় বসতে চাইছে মোদী সরকার, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ স্কুল খোলা নিয়ে আলোচনায় অমর্ত্য সেন, কি মতামত তাঁর?
কেন্দ্র এখন জরুরি ভিত্তিতে আফগানিস্তান থেকে ভারতীয় নাগরিকদের ফেরানোর কাজ করছে। গতকাল ভারতীয় বায়ুসেনার বিমানে করে কাবুল থেকে ১৬৮ জনকে দিল্লিতে আনা হয়। তাঁদের মধ্যে ১০৭ জন ভারতীয় নাগরিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584