নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্ক
দেশে ভয়াবহ অক্সিজেনের ঘাটতি মেটাতে অবশেষে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর। চিকিৎসা ক্ষেত্রে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করার জন্য ৫৫১ টি মাইক্রো অক্সিজেন প্লান্ট তৈরি করা হবে সারা দেশজুড়ে। এই প্ল্যান্টগুলি তৈরির খরচ বহন করবে পিএম কেয়ার্স ফান্ড।
করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের ঘাটতিতে ভুগছে সারাদেশ। প্রতিটি রাজ্যেই কমবেশি অক্সিজেনের ঘাটতির ফলে সমস্যায় করোনা রুগীরা। বিশেষ করে দিল্লি এবং মহারাষ্ট্রে অক্সিজেনের সমস্যা সবচেয়ে বেশি। দিল্লিতে মারা গিয়েছেন ৩০০র ওপর মানুষ, আর মৃত্যুর সংখ্যা মহারাষ্ট্রে ছ’শো ছাড়িয়েছে। এর মধ্যে বেশিরভাগই অক্সিজেনের অভাবে।
আরও পড়ুনঃ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দিল্লিতে আরও এক সপ্তাহের লকডাউন, ঘোষণা কেজরিওয়ালের
উত্তরপ্রদেশ সরকার আবার দাবি করেছে, সেরাজ্যে মোটেই অক্সিজেনের ঘাটতি নেই। এমনকি অক্সিজেন সংকট নিয়ে ভুয়ো খবর ছড়ালে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে, সামগ্রিক ভাবে গোটা দেশ এই মুহূর্তে সংকটে। পাঞ্জাব, গুজরাট বা মধ্যপ্রদেশেও পরিস্থিতিও খারাপ। দিল্লিত দৈনিক মৃত্যুর সংখ্যা তিনশো ছাড়িয়ে গিয়েছে।
ইতিমধ্যে এই অক্সিজেন সংকটের ঘটনায় দেশে বিদেশে প্রবল সমালোচনার মুখোমুখি হয়েছে মোদি সরকার। সংকট মেটাতে এবার দ্রুত দেশের বিভিন্ন প্রান্তে মাইক্রো অক্সিজেন প্লান্ট তৈরির সিদ্ধান্ত মিয়েছে সরকার এবং উল্লেখযোগ্য বিষয় এই প্লান্ট তৈরির ব্যয়ভার বহন করবে বহু চর্চিত পিএম কেয়ার্স ফান্ড । অক্সিজেন প্লান্টগুলি তৈরি হবে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রেই এবং উৎপাদিত অক্সিজেন ওই এলাকার অক্সিজেনের চাহিদা মেটাতে ব্যবহার করা হবে।
আরও পড়ুনঃ করোনার ভয়াবহ পরিস্থিতির জন্য মোদি সরকারের সমালোচনায় আন্তর্জাতিক মিডিয়া
রবিবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হয় প্রধানমন্ত্রীর নির্দেশে পিএম কেয়ার্স তহবিল থেকে এই ৫৫১টি মেডিক্যাল অক্সিজেন প্লান্ট তৈরি করা হবে।অক্সিজেন প্লান্টগুলি জেলা হাসপাতাল বা বড় সরকারি হাসপাতালে প্রতিষ্ঠা করা হবে। এগুলির তত্ত্বাবধানের দায়িত্ব থাকবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের উপর। প্রধানমন্ত্রীর নির্দেশ যত দ্রুত সম্ভব চালু করতে হবে, তবে কোন নির্দিষ্ট সময়সীমা কেন্দ্র বেঁধে দেয়নি।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ইতিমধ্যে অক্সিজেনের ঘাটতি নিয়ে দেশে বিদেশে ক্রমশ কোণঠাসা হয়েছে মোদি সরকার। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও উঠেছে সমালোচনার ঝড়। সবমিলিয়ে এক প্রকার বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584