নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
আগামী বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন ঢাকায় ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে রবিবার দেখা করেন। তিনিই সাংবাদিকদের একথা জানান।
বাংলাদেশের বিদেশমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন এদিন সাংবাদিকদের বলেন, বাংলাদেশের জয় ভারতেরও জয়। তাই তাঁরা চান আগামী বছর ২৬ মার্চ বন্ধু দেশ ভারতের সাথে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের আনন্দ ভাগ করে নিতে।
আরও পড়ুনঃ দেশের পক্ষে ভয়ঙ্কর! কেন্দ্রের বিরুদ্ধে তোপ সোনিয়ার
এর আগে আগামী ১৬ কিংবা ১৭ ডিসেম্বর নরেন্দ্র মোদীর সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটি মূলত সৌজন্যমূলক বৈঠক হবে বলেই জানিয়েছেন ডাঃ মোমেন।
আরও পড়ুনঃ জম্মু-কাশ্মীরের পঞ্চায়েতি রাজ আইন সংশোধন করেছে কেন্দ্র
রবিবার, ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পরে মোমেন আরও বলেন, ভারতীয় হাইকমিশানারের সঙ্গে বৈঠক অত্যন্ত আশাপ্রদ হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে কিছু প্রকল্প আছে যেগুলি এখনো বাস্তবায়িত হয়নি তা বাস্তবায়ন করা হবে। এছাড়া সীমান্তে উত্তেজনা নিয়েও আলোচনা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584