ফোন কলের অপেক্ষায় ছিলেন কৃষিমন্ত্রী, সর্বদলীয় বৈঠকে জানালেন মোদী

0
128

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

১ ফেব্রুয়ারি বাজেট পেশ, তার আগে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা কৃষক আন্দোলনের সমাধানের উদ্দেশ্যে সর্বদলীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তিনি অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করেন কৃষক আন্দোলনের বিষয়ে। এদিনের বৈঠকে কৃষকদের দাবি এবং সমস্যাগুলি আলোচনার মাধ্যমে সমাধান ও চেষ্টা করারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এমনটাই জানা গিয়েছে সংবাদসংস্থা পিটিআই সূত্রে।

PM Modi | newsfront.co
ফাইল চিত্র

বাজেট অধিবেশনের আগে কেন্দ্রের তরফে এই প্রথাগত সর্বদলীয় বৈঠকে বক্তব্যে রাখেন প্রধানমন্ত্রী মোদী। তিনি এও জানান যে তিনটি নতুন কৃষি আইনের প্রয়োগ আপাতত স্থগিত রাখার প্রস্তাব এখনও বহাল রয়েছে।

ভার্চুয়াল বৈঠকে সব দলের নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষকদের ফোন কলের অপেক্ষায় ছিলেন। এ মাসের শুরুর দিকে কৃষক নেতাদের কাছে এই বিষয়টি জানানো হয়েছিল।

আরও পড়ুনঃ বার্তা দিতে গান্ধী মৃত্যু দিনে ‘সদভাবনা দিবস’ পালন কৃষকদের

বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী সাংবাদিকদের বলেন, “কেন্দ্র-কৃষক একাদশ তম বৈঠকে আমরা জানিয়েছিলাম যে সরকার সমস্ত আলোচনার জন্য প্রস্তুত। কৃষিমন্ত্রী তাঁদের থেকে ফোন পাওয়ার অপেক্ষায় ছিলেন। কৃষকরা ফোনে একবার জানালেই তিনি আলোচনায় বসতেন। এই বিষয়গুলি এদিন বৈঠকে জানিয়েছেন প্রধানমন্ত্রী।”

আরও পড়ুনঃ ভারতে দুর্নীতি বাড়ছে, জানাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট

কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান যে, মার্কিন যুক্তরাষ্ট্রে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন এটি একটি অপমানজনক ঘটনা। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন মোদী। শনিবারের এই বৈঠকে কংগ্রেসের গোলাম নবী আজাদ, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দোপাধ্যায়, শিরোমণি আকালি দলের বলবিন্দর সিং ভুন্ডার এবং শিবসেনার বিনায়ক রাউত সহ বিভিন্ন নেতা প্রতিবাদী কৃষকদের ইস্যু নিয়ে বৈঠকে সোচ্চার হয়েছিলেন বলেই সংবাদসংস্থা সূত্রে খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here