নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
আজ মহাষষ্ঠী। মা দুর্গার বোধন। এই শুভক্ষণেই বাংলায় আনুষ্ঠানিকভাবে শারদোৎসবের সূচনা হল। আজ, বৃহস্পতিবার বেলা ১২টায় কলকাতায় ভার্চুয়ালি পুজো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন মোদী বাংলায় বলেন, “প্রথমে আপনাদের সকলকে জানাই দুর্গাপুজো, কালীপুজো ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলার এই পবিত্র ভূমিতে সকলের মধ্যে আজ আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।”
Feeling blessed to be a part of Maa Durga Pujo’s Mahashashti celebrations. https://t.co/i2BHHu33jX
— Narendra Modi (@narendramodi) October 22, 2020
প্রধানমন্ত্রী আরও বলেন, “আমি আজ দিল্লিতে নয়, বাংলায় আপনাদের কাছে আছি। বাংলার লোক আমাকে আজ ডেকেছে তাঁদের মধ্যে”।
আরও পড়ুনঃ ভারতের অগ্রগতিতে শাহের অবদান অনস্বীকার্য, স্বরাষ্ট্রমন্ত্রীর জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রীর
পঞ্চমীর রাতে বাংলার টুইট করেন মোদী। টুইটে তিনি লেখেন, ‘‘দুর্গাপূজা, অশুভের পরাজয় ও শুভে’র বিজয়ের এক পবিত্র উৎসব। মা দুর্গার কাছে শক্তি, আনন্দ ও সুস্বাস্থ্যের আশীর্বাদ প্রার্থনা করি। আগামী কাল বাঙালির প্রিয় দুর্গোৎসবের মহাষষ্ঠী। এই বিশেষ দিনটিতে, আগামী কাল দুপুর ১২টায়, পশ্চিমবঙ্গে আমার সমস্ত ভাই-বোনেদের শারদীয়ার শুভেচ্ছা জানাবো ও পুজোর আনন্দ একসাথে ভাগ করে নেব”। এছাড়াও, এদিন সবাইকে সঙ্গে থাকার কথাও বলেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584