মন্ত্রীসভার পরেই ঢালাও বদল ক্যাবিনেট কমিটিতে, নতুন মুখ মোদি সরকারের সর্বত্র

0
64

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

গত সপ্তাহে মন্ত্রীসভায় বড়সড় রদবদল ও সম্প্রসারণের পর এবার ক্যাবিনেট কমিটিগুলিতে রদবদলের পথে হাঁটলো নরেন্দ্র মোদি সরকার।

Central Cabinet
ছবি: সংগৃহীত

মন্ত্রীসভায় রদবদলের ফলে মন্ত্রিত্ব গিয়েছে দলের অনেক তাবড় তাবড় নেতাদের, তাতে তাঁরা যথেষ্টই ক্ষুব্ধ। তারমধ্যে ক্যাবিনেট কমিটির পরিবর্তনের ফলে আরোই ক্ষমতা কমল রবিশংকর প্রসাদ এবং প্রকাশ জাভড়েকরের মতো প্রবীণ নেতাদের।

সূত্রের খবর, মন্ত্রীসভায় রদবদল ও সম্প্রসারণের কারণে রবিশঙ্কর প্রসাদ, প্রকাশ জাভড়েকর এবং পীযূষ গোয়েলের মত প্রবীণ নেতা মন্ত্রীদের বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার দপ্তর থেকে ফোন করে ইস্তফা দিতে বলা হয়, যা নিয়মানুসারে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশ দেওয়াই রীতি। ইতিমধ্যেই এ নিয়ে সম্পর্ক বিগড়েছে মোদি-শাহের সঙ্গে বেশ কিছু প্রবীণ নেতাদের।

আরও পড়ুনঃ মুকুল পিএসি-র চেয়ারম্যান, প্রতিবাদে অন্য ৮ কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা বিজেপির

ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল আফেয়ার্স বা রাজনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটিতে জায়গা পেলেন ভূপেন্দ্র যাদব, গিরিরাজ সিং, বীরেন্দ্রকুমার, অর্জুন মুন্ডা, সর্বানন্দ সোনোয়াল এবং মনসুখভাই মান্ডব্য। বিনিয়োগ ও অগ্রগতি বিষয়ক সিনেট কমিটির সদস্য করা হয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, নারায়ণ রানে ও অশ্বিনী বৈষ্ণবকে। ক্যাবিনেট কমিটি অফ স্কিল বা দক্ষতা বিষয়ক ক্যাবিনেট কমিটির সদস্য করা হল ভূপেন্দ্র যাদব, আরসিপি সিং, অশ্বিনী বৈষ্ণব, জি কিষান রেড্ডিদের।

আরও পড়ুনঃ রাজনীতিতে আর নেই রজনীকান্ত, তুলে দিলেন দল

সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটি থেকে বাদ পড়লেন রবিশঙ্কর প্রসাদ ও প্রকাশ জাভড়েকর। তাঁদের জায়গায় সদস্য করা হল অনুরাগ ঠাকুর এবং কিরণ রিজিজুকে। মন্ত্রীত্ব হারানোর ফলে এঁদের সরতে হতই ক্যাবিনেট কমিটি থেকে কিন্তু যেভাবে প্রবীণদের পরিবর্তে নতুন মুখদের সর্বত্র নিয়ে আসা হচ্ছে তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here