শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের বক্তৃতায় মোদী বলেন, দেশের প্রতিটি নাগরিক হেলথ কার্ড পাবেন। তাঁদের সম্মতিক্রমে এই কার্ডে প্রত্যেকের স্বাস্থ্য সংক্রান্ত সব তথ্য থাকবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থায় আরো গতি আনবে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, আশা প্রধানমন্ত্রীর।
এদিন কোউইন পোর্টালেরও ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। করোনার টিকাকরণের দিন নথিভুক্ত করা থেকে শুরু করে শংসাপত্র দেওয়া পর্যন্ত যাবতীয় কাজ কোউইন অ্যাপে হয়। প্রধানমন্ত্রী এদিন আরও জানিয়েছেন, দেশে গত জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ৮৬ কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। করোনা টিকাকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কোউইন পোর্টাল।
আরও পড়ুনঃ আইকোর চিটফান্ড মামলায় তৃণমূল বিধায়ক মদন মিত্রকে আজই তলব সিবিআই-এর
জানা গিয়েছে, বর্তমানে আয়ুস্মান ভারত ডিজিটাল মিশন ৬টি কেন্দ্রশাসিত অঞ্চলে পাইলট পর্যায়ে শুরু হচ্ছে। পরবর্তী সময় দেশব্যাপী এই প্রকল্প চালু হবে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার তৃতীয় বার্ষিকী উদযাপনের সঙ্গে এই প্রকল্প দেশব্যাপী বাস্তবায়নের কাজ শুরু হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584