মহাকাশ গবেষণায় একাধিক সংস্থার মিলিত উদ্যোগে তৈরি ‘ইসপা’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0
70

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

মহাকাশ গবেষণায় আরও একধাপ এগিয়ে গেল ভারত। আজ, সোমবার ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশনের বা ‘ইসপা’র শুভ সূচনা হল। এদিন সকাল ১১ টা ৩০ মিনিট নাগাদ ভার্চুয়াল মাধ্যমে ভারতীয় মহাকাশ সংগঠন বা ইসপা-র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, ইসপা-র শুভ সূচনার পর ভার্চুয়াল মাধ্যমে মহাকাশ শিল্প ও গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে কথাও বললেন প্রধানমন্ত্রী।

PM Narendra Modi

এই বিষয়ে উৎসাহ প্রকাশ করে আগেই টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই টুইটে তিনি লিখেছিলেন, “আগামী ১১ অক্টোবর, ভার্চুয়াল মাধ্যমে আমি ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেব। মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত গর্ববোধ করছি। যারা মহাকাশ ও উদ্বোধনী শক্তি নিয়ে আগ্রহী, তাঁরা এই অনুষ্ঠানটি অবশ্যই দেখবেন।”

জানা যায়, ইসপা বা ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশন হল মহাকাশ ও উপগ্রহের সঙ্গে জড়িত একাধিক সংস্থার একটি মিলিত উদ্যোগ। যা আগামীদিনে ভারতীয় মহাকাশ গবেষণা ও শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে। ‘ইসপা’র প্রতিষ্ঠাতা সদস্য হল লার্সেন এন্ড টুবরো, নেলকো (টাটা গ্রুপ), ওয়ানওয়েব, ভারতী এয়ারটেল, ম্যাপ মাই ইন্ডিয়া, ওয়ালচান্দনগর ইন্ডাস্ট্রিজ় ও অনন্ত টেকনোলজি লিমিটেড।

আরও পড়ুনঃ হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের শপথ গ্রহণে মুখোমুখি হতে পারেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রী

এছাড়াও গোদরেজ, হাগিজ ইন্ডিয়া, আজিস্টা-বিএসটি অ্যরোস্পেস প্রাইভেট লিমিটেড, বিইএল, সেন্টাম ইলেকট্রনিক্স ও ম্যাক্সার ইন্ডিয়া-র মতো সংস্থাও এই অ্যাসোসিয়েশনের সদস্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here