নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বহু প্রতীক্ষার পর অবশেষে ভারতে এসেছে করোনা ভ্যাকসিন। এবার সেই মাহেন্দ্রক্ষণে পৌঁছাল গোটা দেশ। শুরু হয়ে গেল করোনার টিকাকরণ কর্মসূচি। আজ, শনিবার দেশজুড়ে করোনার টিকাকরণের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন সকাল সাড়ে দশটায় ভার্চুয়ালি বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ প্রক্রিয়ার সূচনা করেন প্রধানমন্ত্রী। টিকাকরণের সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, রাতের পরিশ্রমের পরই এল এই সাফল্য। আজকের দিনটির জন্যই অপেক্ষায় ছিল দেশ।
#WATCH live: PM Modi launches nation-wide COVID-19 vaccination drive via video conference. https://t.co/ZS0oJofkVl
— ANI (@ANI) January 16, 2021
ভারত এত বড় টিকাকরণের সূচনা করছে, যা এর আগে বিশ্বের কোনও দেশ কখনও করেনি। প্রথম দফাতেই স্বাস্থ্যকর্মী, করোনাযোদ্ধা এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদের বিনামূল্যে টিকা দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে বেশি বয়সি এবং জটিল রোগে আক্রান্ত মোট ৩০ কোটি মানুষকে টিকা দেওয়া হবে। যা ভারতের সামর্থ্যের কথাই তুলে ধরে। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, ধাপে ধাপে প্রত্যেক দেশবাসীই টিকা পাবেন।
আরও পড়ুনঃ রামমন্দির নির্মাণে রাষ্ট্রপতির অনুদান ৫ লক্ষ ১ টাকা
প্রথম দিন দেশের প্রায় ৩ হাজার কেন্দ্রে ৩ লক্ষ স্বাস্থ্যকর্মীকে এই টিকা দেওয়া হবে। সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, দুটি টিকাই দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের। তবে, টিকা নেওয়ার সময় তা বাছাই করার সুযোগ পাবেন না গ্রহীতারা।
আরও পড়ুনঃ বিশ্বের সবথেকে বেশি ক্ষমতাসম্পন্ন উৎক্ষেপণ যোগ্য ব্যালাস্টিক প্রদর্শন করলো উত্তর কোরিয়া
এদিন প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে অনুরোধ করেন, “টিকাকরণ শুরুর পরও শারীরিক দূরত্ব বজায় রাখুন, এবং মাস্ক পরুন। দয়া করে এটা ভুলবেন না। টিকা পেয়ে গেলেন মানেই এটা নয় যে, আমরা করোনা থেকে বাঁচার অন্য সব পন্থা ভুলে যাব।”
তিনি এদিন আরও একবার স্পষ্ট করে দেন, করোনার বিরুদ্ধে আমাদের লড়াই, আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরতার। এই লড়াইয়ে আমাদের আত্মবিশ্বাস হারানো চলবে না। এই ভ্যাকসিনই আমাদের করোনা যুদ্ধে জেতাবে। তবে ভ্যাকসিন পেলেও যে করোনা বিধি ভুলে গেলে চলবে না, তা এদিন আরও একবার মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584