নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনার কোপে ভুলে গেছেন স্ট্রিট ফুডের স্বাদ? মনখারাপের দিন এবার শেষ। এখন থেকে অর্ডার করলেই সোজা আপনার বাড়িতে পৌঁছে যাবে স্ট্রিট ফুড। অবাক হচ্ছেন? হ্যাঁ, এবার থেকে ঠিক এমনটাই হতে চলেছে। কেন্দ্র উদ্যোগ নিয়ে সবটা করছে।
রাস্তার খাদ্য বিক্রেতাদেরও অনলাইন ডেলিভারি ব্যবস্থার সঙ্গে যুক্ত করবে সরকার। রেস্তরাঁর মতোই যাতে রাস্তার খাবারও অনলাইনে বুক করে হোম ডেলিভারি পাওয়া যায়, সেরকম কোনও প্ল্যাটফর্ম দেওয়া হবে স্ট্রিট ভেন্ডারদের। এরকমই প্রযুক্তিগত ব্যবস্থার সুবিধা দিতে চিন্তাভাবনা করছে ভারত সরকার।
আরও পড়ুনঃ ফের নিট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই সেই সম্ভাবনার কথা জানিয়েছেন। আত্মনির্ভর ভারত প্রকল্পের অন্তর্গত একটি কর্মসূচী ঘোষণা করা হয়েছে, যার নাম স্ব-নিধি প্রকল্প। ঠিক হয়েছিল, রাস্তার পণ্য ও খাদ্য বিক্রেতাদের জন্য সরকারের পক্ষ থেকে ১০ হাজার টাকা ঋণপ্রদান করা হবে।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত সাংবাদিক রানা আয়ুব, চিকিৎসার জন্য মেলেনি বেড
আজ, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটি চালু করলেন প্রধানমন্ত্রী। এই প্রকল্প নিয়ে সরকার যথেষ্ট প্রচার শুরু করলেও ১০ হাজার টাকার ঋণ কতটা কার্যকর হবে, তা নিয়ে উঠছে প্রশ্ন। লকডাউনের জন্য মার্চ মাস থেকে লাগাতার বন্ধ হয়ে রয়েছে এই স্ট্রিট হকারদের জীবিকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584