লকডাউনের মেয়াদ সম্ভবত ১৫ই জুন পর্যন্ত বাড়তে চলেছে

0
400

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

কেন্দ্রীয় সরকার সম্ভবত লকডাউনের মেয়াদ ১৫ই জুন পর্যন্ত বাড়াতে চলেছে।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি গত ২৪ শে মার্চ প্রথমবারের জন্য ২১দিনের লকডাউন ঘোষণা করেন। দেশে এখন ৩১শে মে পর্যন্ত চতুর্থ দফার লকডাউন চলছে।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি আগামী ৩১শে মে মনকি বাত অনুষ্ঠানের মাধ্যমে লকডাউনের পঞ্চম পর্যায়ের ঘোষণা দিতে পারেন। তবে সূত্র মারফত জানা গেছে লকডাউনের পঞ্চম পর্যায়ে মূলত ১১ টি শহরের উপর বিশেষ করে নজর দেওয়া হবে। এই ১১ টি শহর হল দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, পুনে, থানে, ইন্দোর, চেন্নাই, আমেদাবাদ, জয়পুর, সুরাট ও কলকাতা।তবে লকডাউনের পঞ্চম পর্যায়ে অনেক বিষয় ছাড় দেওয়া হতে পারে বলেও জানা গেছে।

অন্যদিকে ফের ৬ হাজারের বেশি নতুন কভিড১৯ পজিটিভের সংখ্যা বাড়ায় দেশব্যাপী মোট করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ পেরিয়ে গেল।

আজ সকালের রিপোর্ট অনুযায়ী ভারতে শেষ ২৪ ঘন্টায় নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৬৩৮৭জন ও করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে ১৭০ জনের।

আরও পড়ুন:ভারতীয় অর্থনীতির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মন্দার মুখোমুখি হতে চলছে দেশ, বলছে সমীক্ষা

মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আপডেটেড পরিসংখ্যান অনুযায়ী দেশে কভিড১৯ পজিটিভের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১৭৬৭এ।তার মধ্যে রয়েছে অ্যাক্টিভ কেস রয়েছে ৮৩০০৪ জন, তার মধ্যে সুস্থ হয়ে ফেরার সংখ্যা ৬৪৪২৫ এবং মৃত ৪৩৩৭জন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here