সর্বদলীয় বৈঠকে ভ্যাকসিন নিয়ে আশ্বাস মোদীর

0
71

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে করা বৈঠকে ভ্যাকসিন নিয়ে কোনও আশার কথা শোনাতে না পারলেও সর্বদল বৈঠকে নিরাশ করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার সর্বদলীয় বৈঠকে বসেন মোদী।

PM Narendra Modi | newsfront.co
নরেন্দ্র মোদী। ফাইল চিত্র

এই বৈঠকেই তিনি ঘোষণা করেন যে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে চলে আসবে মারণ ভাইরাসের ভ্যাকসিন। বিজ্ঞানীরা সবুজ সংকেত দিলেই শুরু হয়ে যাবে টিকাকরণও। তবে ভ্যাকসিনের দাম কী হবে, তা ঠিক হবে রাজ্যের সঙ্গে কথাবার্তার মাধ্যমেই।

আরও পড়ুনঃ ফাইজার ভ্যাকসিনকে অনুমোদন দিল ব্রিটেন

এদিকে এই বৈঠকের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানান তিনি আশা করছেন যে এই সর্বদলীয় বৈঠকে ভারতবাসী কবে বিনামূল্যে করোনা ভ্যাকসিন পাবে তা সাফ জানাবেন প্রধানমন্ত্রী। কংগ্রেস নেতা এই মর্মে একটি টুইটও করেন।

আরও পড়ুনঃ মিমকে পিছনে ফেলে হায়দ্রাবাদে এগিয়ে বিজেপি

দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ, শুক্রবার সব দলের প্রতিনিধিদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। যাতে আমন্ত্রণ জানানো হয় সব বড় দলের রাজ্যসভা এবং লোকসভার দলনেতাদের। কংগ্রেসের তরফে বৈঠকে হাজির ছিলেন গুলাম নবি আজাদ এবং অধীর চৌধুরী।

তৃণমূলের তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডিএমকের টি আর বালু, জেডিএসের এইচ ডি দেবেগৌড়া। সব দলের প্রতিনিধিরা এদিন বৈঠকে বলার সুযোগ পাননি। তবে, প্রধানমন্ত্রী প্রত্যেককে নিজেদের বক্তব্য লিখিত আকারে পেশ করতে অনুরোধ করেন। এবং জানান, তাঁদের পরামর্শকেও সমান গুরুত্ব দেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here