অধীর বাধায় সংসদে বসে পড়লেন মোদী

0
225

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের বিদায়ী ভাষণের সময়, মঙ্গলবার সংসদে বেনজির সৌজন্যের ছবি দেখা গিয়েছিল। বিরোধী দলনেতাকে বিদায় জানাতে গিয়ে চোখে জল এসে গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বুধবার ঠিক তার বিপরীত চিত্র দেখা গেল। রাষ্ট্রপতির ভাষণের জবাবি ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী কৃষি আইন নিয়ে বলা শুরু করা মাত্রই, তাঁকে ‘বাধা’ দেওয়ার অভিযোগ উঠল লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরির বিরুদ্ধে।

PM Modi on Adhir | newsfront.co

প্রধানমন্ত্রী বলার সময় বারবার অধীর রঞ্জন চৌধুরি বারবার কিছু বলার চেষ্টা করতে থাকেন। যার ফলে প্রধানমন্ত্রী একাধিকবার চুপ করে যান। কিন্তু তারপরও থামেননি অধীর। শেষপর্যন্ত একপ্রকার বাধ্য হয়ে বসে পড়েন প্রধানমন্ত্রী। কিছুক্ষণ পরে আবার বলতে শুরু করেন। প্রধানমন্ত্রী কটাক্ষ করেন অধীরকে, ”আপনার যা বলার ছিল, যা রেজিস্ট্রার করার ছিল, তা হয়ে গিয়েছে। এবার চুপ করুন।” কিন্তু তারপরেও থামেননি অধীর।

প্রধানমন্ত্রী এদিন বলেন,”কংগ্রেস এই আইনের রং নিয়ে আলোচনা করেছে ভাল হত যদি আইনের রং নিয়ে আলোচনা না করে বিক্ষোভের কারণ নিয়ে আলোচনা হত।“

আরও পড়ুনঃ পরিবর্তন যাত্রায় যোগ দিতে বাগডোগরায় দিলীপ ঘোষ

মোদীর এই বক্তব্যের পর আবার বিক্ষোভ দেখান লোকসভার কংগ্রেস দলনেতা। সেই সময় মেজাজ হারিয়ে কার্যত ধমকের সুরে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, “এবার বেশি হচ্ছে অধীর রঞ্জনজি। সীমার বাইরে বেরোবেন না আমি তো আপনাকে সম্মান করি। এবার থামুন। যা বলেছেন এতেই বাংলাতে তৃণমূলের থেকে বেশি প্রচার পেয়ে যাবেন। আপনার যা বলার ছিল, বলে দিয়েছেন।“

আরও পড়ুনঃ তৃণমূল ত্যাগের পর মুর্শিদাবাদে প্রথম সভা বিজেপি নেতা রাজীব ব্যানার্জী’র

মোদীর এই কথার সুরে আরোই বিরক্ত হন কংগ্রেস সাংসদরা, তাঁরা রীতিমতো হইচই শুরু করে দেন লোকসভায়। তখনই রেগে গিয়ে প্রধানমন্ত্রী বলে ওঠেন, ”এই বাধা দেওয়ার চেষ্টা, এই হট্টগোল, সবটাই একটা সুপরিকল্পিত রণকৌশল। আর সেই রণকৌশল হল সত্যিটা লুকিয়ে রাখার। ওঁরা যে বিভ্রান্তি কৃষকদের মধ্যে ছড়িয়েছেন, তার সত্যিটা যাতে প্রকাশ্যে না আসে, সেটা নিশ্চিত করার রণকৌশল।“

স্পিকার ওম বিড়লাও রেগে গিয়ে উঠে দাঁড়ান। অধীর এবং কংগ্রেস সাংসদদের বলেন, আমি আপনাদের সবাইকে এই বিষয়ে বলার জন্য পর্যাপ্ত সময় দিয়েছি। রাত ১টা পর্যন্ত অধিবেশন হয়েছে। এবার দয়া করে প্রধানমন্ত্রীকে বলতে দিন।“ তাতেও কোন ফল হয়নি। নিরস্ত হননি কংগ্রেস সাংসদরা, ওয়াক আউট করেন তাঁরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here