ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
রাজ্য গুলির সাথে পর্যালোচনা করে দুই সপ্তাহ মেয়াদ বাড়ানোর পক্ষে সম্মতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিভিন্ন অঙ্গরাজ্য গুলির মুখ্যমন্ত্রীদের করোনা মোকাবিলা-সহ অর্থনৈতিক পরিকাঠামো এবং একাধিক বিষয় নিয়ে প্রায় চার ঘণ্টা ব্যাপী দীর্ঘ বৈঠক হয়।
কেন্দ্রের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে রাজ্যগুলির পরামর্শ অনুযায়ী দুই সপ্তাহ লকডাউন বাড়ানো হয়েছে। সেই সাথে রাজ্যগুলি করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যে অর্থনৈতিক মন্দার নিয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্থিক প্যাকেজের দাবি তুলেছে।
Our mantra was 'jaan hai to jahaan hai' but now it is 'jaan bhi jahaan bhi': PM Modi
Read @ANI Story | https://t.co/Rn4LhExQOF pic.twitter.com/RoD89Asumk
— ANI Digital (@ani_digital) April 11, 2020
প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী তাদের জানিয়েছেন,”আমার প্রথম ভাষণে আমি উল্লেখ করেছিলাম আগে জীবন, তারপর অর্থনীতি। আজ আমি বলছি জীবন আর জীবিকা দুটোই বাঁচিয়ে চলতে হবে।”
আরও পড়ুনঃ দেশে লকডাউন বাড়ছে আরও দুই সপ্তাহ, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের সমর্থনে টুইট কেজরিওয়ালের
রাজ্যগুলিকে কৃষি ক্ষেত্রে বিভিন্ন সংস্কার করে এই মুহূর্তে উৎপাদনশীলতা বাড়ানোর দিকে নজর দেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি তিনি উল্লেখ করেন এই পরিস্থিতিতে রাজনৈতিক স্বার্থ ভুলে গিয়ে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584