শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর শীর্ষ সম্মেলনে আফগানিস্তানের তালিবান সরকারের সমালোচনায় সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আফগানিস্তান থেকে অন্য দেশে যাতে সন্ত্রাসবাদী কার্যকলাপ না ছড়ায় সে বিষয়টি সকলে মিলে সুনিশ্চিত করার কথা বলেন তিনি। এসসিও-র উদ্বোধনী ভাষণ এবং পরে রাশিয়া ও এসসিও-র সামরিক জোট সিএসটিও-র বৈঠকে মূলত সন্ত্রাসবাদের প্রতিরোধের বিষয়েই কথা বলেন প্রধানমন্ত্রী।
তালিবান সরকারে পাকিস্তান তথা আইএসআইয়ের প্রভাব স্পষ্ট। আফগানিস্তানকে ব্যবহার করে আল কায়দার মতো জঙ্গি গোষ্ঠী যে ফের ভারত-বিরোধী হামলায় সক্রিয় হয়ে উঠতে পারে তা পাকিস্তানের নাম না করে এদিন চিন ও রাশিয়ার সামনে তুলে ধরেন মোদী।
আরও পড়ুনঃ গুজরাত দাঙ্গায় মোদী-শাহ’র দিকে আঙ্গুল তোলা আইএএস হর্ষ মান্দারের বাড়িতে ইডি হানা
এদিন প্রধানমন্ত্রী বলেন আন্তঃসীমান্ত সন্ত্রাসে অর্থের জোগান প্রতিরোধ করতে কড়া বিধি তৈরি করতে হবে এসসিও-কে। আলাপ-আলোচনা ছাড়াই কাবুলে যেভাবে সরকার তৈরি করা হয়েছে তাতে সমাজের সব অংশের প্রতিনিধিত্ব নেই, মহিলা, সংখ্যালঘু-সহ সকলের প্রতিনিধিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে রাষ্ট্রপুঞ্জ এবং এসসিও-র পদক্ষেপ প্রয়োজন, বলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্ট পেতে চলেছে স্থায়ী প্রধান বিচারপতি
উল্লেখ্য, এসসিও-র ঘোষণাপত্রে আফগানিস্তান এবং সন্ত্রাসবাদ প্রসঙ্গ আলাদাভাবে জায়গা করে নিয়েছে। তাতে বলা হয়েছে যে, এসসিও স্বাধীন, নিরপেক্ষ, ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ এবং সন্ত্রাসমুক্ত আফগানিস্তানকে সমর্থন করে। এসসিও-র বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট, তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা বা পরিকল্পনা কোনটিই ভারতের নেই, এমনটাই মনে করছেন কূটনীতিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584