নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
আগামী ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর। কোয়াড অন্তর্ভুক্ত দেশগুলির বৈঠকে যোগ দিতে আমেরিকা যাচ্ছেন তিনি। উল্লেখ্য, জো বাইডেন রাষ্ট্রপতি হওয়ার পর এটিই মোদির প্রথম আমেরিকা সফর।

মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছাড়াও এই বৈঠকে থাকছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। এই ‘কোয়াড লিডার সামিট’ পরিচালনা করবেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। ২৫ সেপ্টেম্বর বৈঠকে বক্তব্য রাখবেন মোদী।
আরও পড়ুনঃ পেগাস্যাস কান্ডে জাতীয় নিরাপত্তার প্রশ্ন খারিজ শীর্ষ আদালতের
পরিবেশ ও বিশ্ব উষ্ণায়ন, সাইবার সুরক্ষা, সমুদ্রপথ সুরক্ষা, কোভিড পরিস্থিতি ইত্যাদি বিষয়গুলি ছাড়াও আলোচনায় আসতে পারে আফগানিস্তান পরিস্থিতিও। সামগ্রিকভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমীকরণ পাল্টাচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে। এই পরিস্থিতিতে মোদীর মার্কিন সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584