বুধবার প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ‘গতিশক্তি মাস্টার প্ল্যান’, আমূল বদল আসবে সরকারি দপ্তরের কাজে, দাবি কেন্দ্রের

0
79

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

আগামীকাল, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন ‘গতিশক্তি মাস্টার প্ল্যান’। এমনই এক ডিজিটাল প্ল্যাটফর্ম তিনি উদ্বোধন করতে চলেছেন যা সরকারি দপ্তরের খোলনলচে বদলে দেবে। প্রাথমিকভাবে কেন্দ্রের পরিকল্পিত কয়েকটি প্রকল্পগুলির উপরই কাজ করা হবে এবং পরে তা জেলা ও পৌর স্তরেও পৌঁছে দেওয়া হবে।

PM Narendra Modi
ছবিঃ পিটিআই

মূলত এক দফতরের কাজের সঙ্গে অপর দফতরের কাজে সমন্বয়ের অভাবে বিভিন্ন সময়ে ভুল বোঝাবুঝি বা অন্য় কারণে কাজে দেরী হত, সেই কাঠামোই সম্পূর্ণরূপে বদলে ফেলা হবে। গতিশক্তি প্রকল্প উদ্বোধনের পরে এসইজেড ও পরিকাঠামোর প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে মাল্টি মডেল সংযোগ স্থাপনের এক বিশেষ উদ্যোগ নেওয়া হবে। জাতীয় সড়ক তৈরি থেকে শুরু করে রেলে ফ্রেট করিডর গঠন, গ্যাস পাইপলাইন, বিমানবন্দর, ওষুধ ও ইলেকট্রনিক দ্রব্য প্রস্তুতি, সামরিক ও শিল্প করিডর সহ একাধিক ক্ষেত্রের কাজ করা হবে।

আরও পড়ুনঃ দেশে ‘কয়লা সংকট’ নিয়ে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি

সম্পূর্ণ গতিশক্তি প্রকল্পটিকে পরিচালন করতে একটি ইন্টিগ্রেটেড মাল্টিমডেল প্ল্য়ানিং গ্রুপ তৈরি করা হবে, একইসঙ্গে যে প্রকল্পগুলি বর্তমানের মাস্টার প্ল্য়ানের অংশ নয়, তাদেরও ধীরে ধীরে যুক্ত করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here