নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। আসন্ন সাধারণ বাজেট নিয়েই আলোচনা হবে এই ভার্চুয়াল বৈঠকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক করবেন। ২৯ জানুয়ারি শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন।
প্রথম দিন সংসদের দুই কক্ষে যৌথ অধিবেশনে হবে রাষ্ট্রপতির অভিভাষণ। সংসদে শেষ অধিবেশন হয়েছিল বর্ষাকালীন। করোনা পরিস্থিতির কারণে শীতকালীন অধিবেশন ডাকা হয়নি। ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত হবে বাজেট অধিবেশন। পুনরায় ৮ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত হবে দ্বিতীয় পর্বের বৈঠক।
আরও পড়ুনঃ দাবি মেনে অবশেষে কৃষি আইন স্থগিতের পথে কেন্দ্র
বর্তমানে দিল্লির সীমান্তে কৃষকদের আন্দোলন চলছে, আর ঠিক এইসময়ই শুরু হচ্ছে বাজেট অধিবেশন। কৃষি আইন নিয়ে দেশজুড়ে চলছে বিতর্ক। একইভাবে অর্থনীতির মন্দা ও রাজস্ব আদায় নিয়েও সরকার অস্বস্তিতে রয়েছে। এই মুহূর্তে বিশেষ সঙ্কট হিসাবে উঠে এসেছে কর্মসংস্থান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584