নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দেশে দৈনিক করোনা সংক্রমণ বুধবার ছুঁয়েছে ১.১৫ লক্ষ। পরিস্থিতি ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে সরকারের। আজ বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
রাজ্যগুলির সাম্প্রতিক করোনা পরিস্থিতি ও টিকাকরণ কর্মসূচি নিয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে।আজ সন্ধ্যে ৬:৩০ মিনিট নাগাদ শুরু হবে বৈঠক।দেশে দৈনিক করোনা সংক্রমণ রেকর্ড ছুঁয়েছে, ১.১৫ লক্ষ সংক্রমণ এক দিনে। করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শেষ বৈঠক হয় গত ১৭ মার্চ।
আরও পড়ুনঃ করোনা পরিস্থিতি সবথেকে খারাপ মহারাষ্ট্রের, হাতে রয়েছে আর ৩ দিনের টিকার ডোজ
সেই বৈঠকে রাজ্য সরকারগুলিকে করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের পরামর্শ দেন তিনি।গত রবিবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও করেন প্রধানমন্ত্রী ।করোনা প্রতিরোধে পাঁচ দফা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রীর পরামর্শ, বাড়াতে হবে করোনা পরীক্ষা, কন্ট্যাক্ট ট্রেসিং, সঠিক চিকিৎসা ও কোভিড বিধি সম্পূর্ণভাবে মেনে চলা এবং টিকাকরণ। এই পাঁচটি উপায় সঠিক ভাবে মেনে চললে অবশ্যই নিয়ন্ত্রণে আসবে করোনা।
প্রধানমন্ত্রী বারেবারে জোর দিয়েছেন কোভিড বিধি সঠিক ভাবে মেনে চলা এবং টিকাকরণের ওপর। পাশাপাশি তিনি জোর দিয়েছেন টেস্টিং বেশি করে করা ও সঠিক সময়ে চিকিৎসার ওপর। হাসপাতালগুলিতে পর্যাপ্ত শয্যা যেন থাকে, এই পরামর্শও দেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584