করোনা মোকাবিলার জন্য দেবী দুর্গার কাছে শক্তি চেয়ে মহালয়ার শুভেচ্ছা মোদীর

0
36

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আজ, বৃহস্পতিবার পিতৃপক্ষের অবসান ঘটল, সূচনা হল দেবীপক্ষের। মহালয়ার এই পুণ্যতিথিতে অশুভ শক্তিকে হারানোর মতো করোনাভাইরাস মহামারীকে পরাস্ত করার জন্য দেবী দুর্গার আশীর্বাদ প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে তিনি মহালয়ার শুভেচ্ছাও জানালেন।

Narendra Modi | newsfront.co
নরেন্দ্র মোদী

বৃহস্পতিবার সকালে একটি টুইটবার্তায় মোদী বলেন, ‘এবার মহালয়ায় মা দুর্গার কাছে আশীর্বাদ হিসেবে শক্তির প্রার্থনা করছি, যাতে আমরা বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী কাটিয়ে উঠতে পারি। মা দুর্গার আশীর্বাদ যেন সকলের সুস্বাস্থ্য এবং সুখ নিশ্চিত করে। আমাদের পৃথিবী যেন সমৃদ্ধ হয়ে ওঠে। শুভ মহালয়া।’

তবে এই প্রথম নয়, ২০১৪ সালে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর মহালয়ার শুভেচ্ছা জানিয়েছিলেন মোদী। প্রতিবারই মানুষের সুখ-সমৃদ্ধির জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন তিনি। গতবারও শুভেচ্ছা জানিয়েছিলেন।

আরও পড়ুনঃ সংসদ চত্বর সাজানোর দায়িত্ব পেতে পারে টাটা প্রোজেক্টস

এবার মানুষের সুখ-সমৃদ্ধির পাশাপাশি করোনাভাইরাস পরিস্থিতিতে দেবী দুর্গার কাছে মহামারীর থেকে মুক্তিলাভের জন্য প্রার্থনা করেছেন তিনি। এবছর মোদীর ৭০ তম জন্মদিনেই মহালয়া পড়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here