নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
পূর্ব লাদাখের ভারত-চিন সীমান্তে দুই দেশের সংঘর্ষে শহীদ হন ২০ জন ভারতীয় জওয়ান। এরপরই চিনের বিরুদ্ধে গর্জে ওঠে গোটা দেশ। চিনা পণ্য ব্যবহার বন্ধ করার দাবি তোলে সমগ্র ভারতবাসী। সোমবার রাতে লাদাখে গালওয়ান উপত্যকায় আগ্রাসনের চেষ্টার পাল্টায় চিনের উপর কার্যত ‘ডিজিটাল স্ট্রাইক’ ঘোষণা করেছে কেন্দ্র।
টিকটক, জেনডার, শেয়ার ইট, ইউসি ব্রাউজার, হ্যালো, উইচ্যাট সহ ৫৯টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র। নিষিদ্ধ ঘোষণা করা সেই অ্যাপের দলে আছে উইবো অ্যাপটিও। এই অ্যাপে অ্যাকাউন্ট ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। ভারতে যেমন টুইটারের জনপ্রিয়তা, চিনে তেমনই উইবো-র জনপ্রিয়তা।
আরও পড়ুনঃ ৫৯টি চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করছে মোদী সরকার
উইবো, উইচ্যাট নিয়ে বিতর্কের শুরু লাদাখ সংঘর্ষের পর থেকেই। এই উইবো-তেই ভেরিফায়েড অ্যাকাউন্ট ছিল মোদীর। চিনের মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যেই উইবো-তে যোগ দেন মোদী। যোগ দেওয়া মাত্রই টুইটারের মতো উইবো-তেও বাড়তে থাকে মোদীর ফ্যান-ফলোয়িং। সেখানেও মোদীর ফলোয়ার্সের সংখ্যা বিশাল। মোদীর ফলোয়ার্সের সংখ্যা সেখানে ২ লাখ ৪০ হাজার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584