উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
সারাদিন আজ বাংলা নিয়েই হিসেব নিকেশ করলেন নরেন্দ্র মোদী। দিল্লিতে এদিন বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠকে আলোচনার বিষয়বস্তু বাংলাই তা বলাই বাহুল্য।
বাংলা নিয়ে সারাদিন করলেন হোমওয়ার্ক আর ঘুঁটি সাজানো। রাত গড়ালেই রাজ্যে পা রাখতে চলেছেন তিনি। তার আগে দিল্লিতেও দিনভর পশ্চিমবঙ্গ নিয়েই ব্যস্ত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার রাজধানীতে বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিয়েছেন তিনি। তবে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার বদলে, এ বারে বৈঠক জুড়ে থাকছে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল আর পুদুচ্চেরি। কারণ এই পাঁচ রাজ্যেই বিধানসভা নির্বাচন।
আরও পড়ুনঃ শহরে ‘রান ফর মোদী’ পদযাত্রায় শামিল অভিনেতা হিরণ
বিজেপি সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে পশ্চিমবঙ্গই আলোচনার সিংহভাগ জুড়ে থাকছে। দিনভর এই বৈঠক চলে। পশ্চিমবঙ্গে দলের রণকৌশল কী হওয়া উচিত, তা নিয়ে বিশদে আলোচনা হয়। সেখানে নিজের মতামতও জানালেন তিনি মোদী।
আরও পড়ুনঃ ইতালির ফ্যাসিবাদ বিরোধী গানের গায়কীতে বিজেপির ভোট রাজনীতি
রবিবারের বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা-সহ কেন্দ্রীয় নেতারা তো বটেই, সব রাজ্যের পর্যবেক্ষক, সভাপতি এবং উচ্চপদস্থ নেতারা হাজির থাকছেন। পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সেখানে। তার জন্য বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল এ রাজ্যে বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষকেও।
কিন্তু হুগলির সাহাগঞ্জে মোদীর সফরের প্রস্তুতি দেখতে এই মুহূর্তে ব্যস্ত তিনি। তার বদলে আসেন সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় ও পশ্চিমবঙ্গে বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584