১০০ কোটি টিকাকরণ সম্পূর্ণ করে সবার প্রশ্নের যোগ্য জবাব দিয়েছে ভারত: মোদী

0
51

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

বৃহস্পতিবার দেশের ১০০ কোটি টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। এই উপলক্ষে দেশবাসীকে এদিন ধন্যবাদ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের এই ১০০ কোটি টিকাকরণের সাফল্যে খুশি দেশবাসী। এই আনন্দ উদযাপন করতে ১০০টি ঐতিহাসিক স্থান সেজে উঠেছিল জাতীয় পতাকার তিনটি রঙে। এরপর ১০০ কোটি টিকাকরণ সম্পূর্ণ হওয়ার সাফল্যে আজ, শুক্রবার সকাল ১০ টায় জাতির উদ্দেশে ভাষণ দিলেন মোদী।

Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সৌজন্যে: এএনআই

বললেন, “টিকাকরণে অনন্য নজির গড়েছে ভারত। করোনাকালে কর্তব্য পালন করেছে দেশ। ভারতের টিকাকরণ কর্মসূচির সঙ্গে বিশ্বের তুলনা হচ্ছে। এই সাফল্য গোটা দেশের, সেইজন্য সকলকে ধন্যবাদ জানাই। সফলভাবে কঠিন লক্ষ্যে পৌঁছতে পেরেছি। দ্রুততার সঙ্গে ১০০ কোটি মানুষকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এতে আমি গর্বিত, সারা দেশের মানুষ গর্ববোধ করছেন।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, “অনেকেরই প্রশ্ন ছিল ভারতের টিকাকরণ নিয়ে। চিন্তায় ছিল অনেকেই। ১০০ কোটি টিকাকরণ সম্পূর্ণ করে সবার প্রশ্নের যোগ্য জবাব দিয়েছে ভারত।”

আরও পড়ুনঃ ফের অস্বস্তিতে বিজেপি, বাংলাদেশ ইস্যুতে টুইটারে বিঁধলেন সুব্রমনিয়ন স্বামী

গোটা দেশের শহর থেকে শুরু করে গ্রাম প্রত্যেকটি জায়গায় পৌঁছে গিয়েছিল টিকা। এ প্রসঙ্গেও মোদী বলেন, শহরে টিকা অনেক আগেই পৌঁছে গিয়েছিল। কিন্তু প্রত্যন্ত গ্রামে টিকা পৌঁছে দেওয়াই ছিল বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ জিতে দেখিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। এই কোভিড যুদ্ধে দেশবাসী যেভাবে একত্রিত হয়েছেন, তাতে আপ্লুত প্রধানমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here