দেশের পরিবহণ ব্যবস্থায় বড়সড় বদল আনতে ‘প্রধানমন্ত্রী গতিশক্তি’ প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর

0
89

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ‘প্রধানমন্ত্রী গতিশক্তি’ প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর। পরিকাঠামো ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন আনবে এই প্রকল্প, দাবি প্রধানমন্ত্রীর।

PM Modi
ছবি: সংগৃহিত

দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লা থেকে একগুচ্ছ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের পরিবহণ ব্যবস্থায় বড়সড় বদল আনতে ‘প্রধানমন্ত্রী গতিশক্তি’ প্রকল্পের ঘোষণা করলেন তিনি। এই প্রকল্পের জন্য খরচ হবে ১০০ লক্ষ কোটি টাকারও বেশি। এদিন প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের ফলে দেশের পরিকাঠামো ক্ষেত্রে আসবে অভাবনীয় পরিবর্তন , যা আগামী দিনে বিশাল রোজগারের রাস্তা তৈরি করে দিতে সাহায্য করবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের গতি বাড়াতে গেলে আগে পরিবহণ ব্যবস্থায় গতি আনা জরুরি। পরিবহণ ব্যবস্থার উন্নতি হলে বাড়বে দেশের গতি, তবেই শিল্প আসবে। ১০০ লক্ষ কোটি টাকারও বেশি খরচের এই প্রকল্প মূল লক্ষ্য সড়কপথ, রেললাইন, বিমান পরিষেবার উন্নয়ন।

আরও পড়ুনঃ নিজের লেখা গানে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

এছাড়া এদিনের ঘোষণায় প্রধানমন্ত্রী বলেছেন মার্চ মাস থেকে শুরু হওয়া ৭৫ তম স্বাধীনতা দিবস উপযাপনে আগামী ৭৫ সপ্তাহে ৭৫টি বন্দে ভারত ট্রেন দেশের প্রতিটি কোণায় যোগাযোগ তৈরি করবে। নতুন বিমানবন্দরও তৈরি হচ্ছে যাতে বিমানপথে যোগাযোগ দেশের সব প্রান্তে পৌঁছে যায়। প্রধানমন্ত্রীর দাবি, ‘প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্প’ দেশের যুব সমাজের জন্য রোজগারের পথ খুলে দেবে।

আরও পড়ুনঃ দেশের সৈনিক স্কুলগুলিতে পড়তে পারবেন মেয়েরাও, ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেন , গত সাতবছরে দেশ আগের তুলনায় অনেক উন্নতি করেছে তবে, উন্নয়নের সেই ধারা বজায় রেখে দেশকে পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের প্রতিটি গ্রামে রাস্তা, সব মানুষের জন্য স্বাস্থ্য কার্ড, সকলের জন্য উজ্জ্বলার সংযোগ, প্রত্যেক দেশবাসীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকবে এই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। পরিকাঠামো উন্নয়ন করতে হবে একশো শতাংশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here