নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনা পরিস্থিতির ওপর আজ বিকেল ৫ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে যুদ্ধ চলছে, গত ১০০ বছরেও এমন মহামারি হয়নি। তাই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নভেম্বর পর্যন্ত বিনামূল্যে দেওয়া হবে রেশন। এই মারণ ভাইরাসের কারণে বহু মানুষ প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। ২১ জুন থেকে ১৮-র ঊর্ধ্বে সবাই বিনামূল্যে ভ্যাকসিন পাবেন। করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে রাজ্যগুলিকে বিনামূল্যে টিকা দেবে কেন্দ্র। তিনি জানান, দেশে এখনও পর্যন্ত ২৩ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের চাহিদা খুবই বেড়েছিল, অক্সিজেন এসেছে বিমানে। একবছরের মধ্যে ভারতে এসেছে ২টি ভ্যাকসিন, ভ্যাকসিনই করোনার একমাত্র সুরক্ষা কবচ।
আরও পড়ুনঃ রাষ্ট্রপুঞ্জের সুস্থায়ী উন্নয়ন সূচকে দু’ধাপ পিছিয়ে ভারত, এগিয়ে ৪ প্রতিবেশী দেশ
এছাড়া টিকার জন্য গঠন করা হয়েছে টাস্ক ফোর্স, সাথে চলছে আরও ৩টি টিকার ট্রায়াল এবং ৭টি ভ্যাকসিন নিয়ে গবেষণাও। টিকা প্রস্তুতকারকদের থেকে ৭৫ শতাংশ টিকা কিনবে কেন্দ্র। বাকি ২৫ শতাংশ পাবে বেসরকারি হাসপাতালগুলি। সেক্ষেত্রে প্রতি ডোজে ১৫০ টাকা সার্ভিস চার্জ লাগবে।
আরও পড়ুনঃ কোভিডের দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু প্রায় ৬৫০ জন চিকিৎসকের, আইএমএ রিপোর্ট
বক্তৃতা শেষে তিনি বলেন, দেশের মানুষের কাছে আমার অনুরোধ করোনা নিয়ে অযথা আতঙ্ক ছড়াবেন না। সচেতন থাকুন, ভ্যাকসিন নিন। আমরা অবশ্যই করোনার বিরুদ্ধে জয়লাভ করব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584