“বিজেপি চলে স্কীমে, তৃণমূল চলে স্ক্যামে”, বাঁকুড়ার সভায় মোদি

0
97

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

২১এর মহারণের প্রথম দফার আগে প্রচারের শেষ রবিবার। আর দিনটিকে পূর্ণ মাত্রায় ব্যবহার করতে মরিয়া সব দলই। একইদিনে বাংলায় সভা করলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ।

PM Narendra Modi | newsfront.co
জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী

রবিবার দুপুর একটা থেকে বাঁকুড়ায় তিলাবেদিয়া মাঠে সভা করলেন মোদী। তার আগে বেলা ১২ টা ৩০ মিনিটে এগরায় জনসভা করেন শাহ। শাহের সভায় বিজেপিতে যোগ দিলেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী। আবার অন্যদিকে দক্ষিণ কাঁথির কেওড়ানালা, উত্তর কাঁথির লোকাল বোর্ড বাসস্ট্যান্ড এবং নন্দকুমারের মহারাজা হাইস্কুল খেলার মাঠে সভা সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাঁকুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে নরেন্দ্র মোদির বক্তব্য, হেরে যাওয়ার ভয়ে এখন থেকেই অজুহাত খুঁজছে শাসকদল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বলেন,” এখন দিদি ইভিএমের দোষ খুঁজছেন। দিদি, যে ইভিএমের জন্য আপনি ক্ষমতায় এলেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন কি? আপনি দিনেরাতে সর্বদা হারের ভয় দেখছেন।”

আরও পড়ুনঃ খুন ও টাকা লুঠের অভিযোগে গ্রেফতার রায়নার বিজেপি নেতা জয়ন্ত সাঁতরা

প্ৰধানমন্ত্রী এদিনের সভায় বলেন, বিজেপি চলে স্কিমের উপর , আর তৃণমূল চলে স্ক্যামের উপর। বাঁকুড়ার টেরাকোটা, ডোকরা, বালুচরি শিল্পের প্রশংসা করে তার সঙ্গে আত্মনির্ভর ভারতের তুলনা করেন প্রধানমন্ত্রী। যাঁরা প্রথমবারের ভোটার মূলত তাঁদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে প্রতিটি গ্রামে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেবেন তাঁরা। সোনার বাংলা গড়ার লক্ষ্যে নতুন ভোটারদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ রাম মন্দির নির্মাণ উজ্জীবিত করবে ভারতকেঃ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ

তবে উল্লেখযোগ্য বিষয় তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান এখন প্রধানমন্ত্রীর মুখেও। তিনি বলেন, “১০ বছর ধরে বাংলার মানুষের সঙ্গে খেলে এখনও মন ভরেনি? আবার খেলা হবে ! এখানে বিনিয়োগ নেই, চাকরি নেই। পশ্চিমবঙ্গ ঠিক করে নিয়েছে যে খেলা এবার শেষ হবে। উন্নয়ন শুরু হবে।”

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তৃণমূলেরএকটি দেওয়াল লিখন নিয়ে প্রধানমন্ত্রীর কটাক্ষ, “দিদির লোকেদের এমন অবস্থা যে দিদির পায়ের তলায় আমার মাথা রাখছেন। এটা বাংলার সংস্কৃতির অপমান। আমার মাথা সবসময় দেশের ১৩০ কোটি মানুষের সেবায় নিচু করে রাখি। দিদি, আমার মাথায় পা রাখতে পারেন। আমায় লাথিও মারতে পারেন। তবে দিদি কান খুলে শুনে নিন, বাংলার উন্নয়ন, বাংলার মানুষের স্বপ্নে লাথি মারতে দেব না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here