নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় আসছেন ঠিক বিকেল চারটে। বিকেল তিনটে পনের মিনিটে দমদম থেকে হেলিকপ্টারে করে হলদিয়া পৌঁছাবেন বিকেল চারটের সময় ৷ এইদিন তিনটি সরকারি প্রকল্পের উদ্বোধন ও একটি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি ।
প্রকল্প গুলির মধ্যে রয়েছে সাড়ে ৩০০ কিলোমিটার প্রাকৃতিক গ্যাসের পাইপ লাইন, বিপিসিএল এলপিজি টার্মিনাল ও রানি চকে ৪১ নম্বর জাতীয় সড়কে চারলেনের উড়ালপুলের উদ্বোধন । মোট সাড়ে চার হাজার কোটি টাকার তিনটি প্রকল্পের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর হলদিয়া সফর ঘিরে হেলিপ্যাড ময়দানে প্রস্তুতি তুঙ্গে। প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য তিনটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। নিরাপত্তার দায়িত্বে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও রয়েছে ।
কলকাতা থেকে হেলিকপ্টারে করে হলদিয়া হেলিপ্যাডে বিকেল চারটের সময় প্রধানমন্ত্রী নামবেন। প্রথমে তিনি একটি দলীয় সভায় অংশগ্রহণ করবেন,এরপর মঞ্চ পরিবর্তন করে তিনি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। এর জন্য দুটি পৃথক মঞ্চ তৈরি করা হয়েছে।
দর্শকদের বসার জন্য তৈরি করা হয়েছে চারটি হ্যাঙ্গার,প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান , নারী ও শিশুকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, বিজেপি কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী প্রমুখ।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর সভা ঘিরে তৎপরতা গেরুয়া শিবিরে
প্রধানমন্ত্রীর হলদিয়া সফরকে কেন্দ্র করে বিজেপির কর্মী-সমর্থকেরা ও স্থানীয় মানুষজন মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে পার্শ্ববর্তী জেলা থেকেও বিজেপি কর্মী সমর্থকরা যোগ দিতে শুরু করেছেন এই সভামঞ্চে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584