ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
নরেন্দ্র মোদীর রাজ্য সফরে সিএএ বিরোধী বিক্ষোভে উত্তাল কলকাতা। সেই বিক্ষোভের আবহেই রাজভবনে মুখোমুখি হলেন মোদী মমতা।

এদিন বিকেলে বায়ু সেনার বিশেষ বিমানে করে কলকাতা এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সকাল থেকেই মোদীর কলকাতা সফর ঘিরে বিক্ষোভে প্রতিবাদে উত্তাল কলকাতা।
#WATCH: PM Narendra Modi meets West Bengal CM Mamata Banerjee in Kolkata. The Prime Minister is in Kolkata to take part in 150th anniversary celebrations of the Kolkata Port Trust. pic.twitter.com/6r6ghcLlSu
— ANI (@ANI) January 11, 2020
সেই সময়েই মোদী মমতার এই বৈঠকে প্রশ্ন তুলছে বিরোধী দল থেকে শুরু করে রাজ্যবাসী। যখন প্রতিবাদে ফুঁসছে রাজ্য তখন মোদী মমতার এই বৈঠক গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।





আরও পড়ুনঃ ফুল দিয়ে মোদীকে স্বাগত ফিরহাদের, উপস্থিত দিলীপ মুকুল
উল্লেখ্য গত বছর সেপ্টেম্বরে দিল্লিতে মোদী মমতা মুখোমুখি বৈঠকে বসেন। সেই সময়ের বৈঠকেও সেদিন নিশানা করেছিল বিরোধী দলগুলি।
প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে বাঁচাতেই মোদীর কাছে গিয়েছেন মমতা বলে অভিযোগ করেছিল বিরোধী দল গুলি। কিন্তু আজকের বৈঠক ঘিরে প্রশ্ন শুধু বিরোধী দল নয় তৃণমূলের নীচু স্তরের কর্মীরাও তুলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584