ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
‘মন কি বাত’- প্রতিমাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের মানুষের কাছে নিজের কথা পৌঁছে দেন এই অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে। আজ রবিবার ছিল সেই নির্ধারিত দিন, সকাল ১১ টা থেকে শুরু হয় এক ঘন্টার এই সম্প্রচার।
আজ প্রধানমন্ত্রীর বার্তার মধ্যে যে বিষয়গুলি উঠে এলো তার অনেকটা জুড়েই ছিল আগামীকালের কার্গিল বিজয় দিবসের কথা, টোকিও অলিম্পিকে ভারতের কৃতিত্ব, কৃষিতে দেশের উন্নতির কথা এবং করোনা পরিস্থিতির কথা।
এই বছর দেশের ৭৫তম স্বাধীনতা দিবস, তা যে সকলের কাছে বিশেষ দিন সেকথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। টোকিও অলিম্পিকে ভারতের কৃতিত্বের জন্য তিনি অত্যন্ত গর্বিত, বলেন সেকথাও। দেশবাসীর উচিত টোকিও অলিম্পিকে যোগদানকারী ভারতীয়দের উৎসাহ দেওয়া একথাও উঠে আসে তাঁর ভাষণে।
আরও পড়ুনঃ গত ২৪ ঘন্টায় আফগান সেনার হাতে ২৬২ তালিবানের মৃত্যু, জারি করা হয়েছে কারফিউ
ত্রিপুরা ও মণিপুরের কৃষিক্ষেত্রে উন্নতির কথা বিশেষ ভাবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের কৃষিক্ষেত্রের উন্নতির বিষয়েও প্রভুত প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী এদিন বলেন দেশ থেকে করোনা এখনো চলে যায়নি। যেকোন আনন্দ উৎসবের সময়েও মাথায় রাখতে হবে একথা। কোভিড প্রোটোকলও মেনে চলতে হবে কঠোরভাবে। এমনটাই বললেন প্রধানমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584