নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
করোনা মোকাবিলা নিয়ে কী ভাবছেন? সংক্রমণ রুখতে আর কী কী করা যেতে পারে? এই বিষয়ে আপনি যদি কোনও পরামর্শ দিতে চান তাহলে এবার আপনি আপনার মতামত জানাতে পারবেন। আগামী ২৮ জুনের ‘মন কি বাত’ অনুষ্ঠানে সেই সুযোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে মোদী বলেন, ‘চলতি মাসের ২৮ তারিখ ‘মন কি বাত’ হবে।
যদিও এখনও দু’সপ্তাহ দেরি আছে। তাহলেও দয়া করে করোনা মোকাবিলা নিয়ে আপনাদের বিভিন্ন চিন্তাভাবনা এবং পরামর্শ পাঠাতে থাকুন। যা আমায় সর্বাধিক সংখ্যক মন্তব্য এবং ফোন কল দেখতে সাহায্য করবে। আমি নিশ্চিত আপনাদের অনেক কিছু বলার আছে, করোনাভাইরাস মোকাবিলা নিয়ে এবং তার সঙ্গে আরও বিষয় নিয়ে।’
This month’s #MannKiBaat will take place on the 28th.
Though 2 weeks away, please keep the ideas and inputs coming! It’ll enable me to go through maximum number of comments and phone calls.
Am sure you’ll have much to say, on fighting COVID-19 and topics in addition to that.
— Narendra Modi (@narendramodi) June 14, 2020
আরও পড়ুনঃ ঘ্রাণ শক্তি খিদে কমে যাওয়া করোনার লক্ষ্মণ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নয়া নির্দেশিকা
কীভাবে পাঠাবেন করোনা মোকাবিলা সংক্রান্ত সেই বার্তা? রবিবার টুইটবার্তায় তাও বলে দিলেন মোদী। ১৮০০-১১-৭৮০০ নম্বরে ফোন করে নিজেদের বার্তা রেকর্ড করা যাবে। আগামী ২৪ জুন পর্যন্ত সেই সুযোগ মিলবে।
Your ideas have always been the strength of #MannKiBaat, making it a vibrant platform that showcases the strengths of 130 crore Indians!
Record your message:
Dial 1800-11-7800
Write on:
NaMo App.
MyGov Open Forum. https://t.co/UDEIWKoTpX
— Narendra Modi (@narendramodi) June 14, 2020
এছাড়াও নমো অ্যাপ এবং মাই গভ ওপেন ফোরামে গিয়েও নিজেদের মত জানানোর আর্জি জানিয়েছেন। মোদী বলেন, ‘আপনাদের চিন্তাধারা বরাবরই মন কি বাতের শক্তি। যা এটিকে প্রাণবন্ত প্ল্যাটফর্ম করে তুলেছে এবং ১৩০ কোটি ভারতবাসীর শক্তি তুলে ধরেছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584