উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
গতকাল রবিবারের পর ফের রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রচার করতেই রাজ্যে আসতে পারেন বলে খবর । এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, ১৮ মার্চ ও ২০ মার্চ আসতে পারেন প্রধানমন্ত্রী । ১৮ মার্চ পুরুলিয়া ও ২০ মার্চ কাকদ্বীপে নির্বাচনী প্রচার সভা করার সম্ভাবনা রয়েছে।
গতকাল সবে মাত্র ৭ মার্চ বিগ্রেডে সমাবেশ করেছেন। এই সমাবেশের জন্য গত ১৫ দিন ধরে বিজেপির প্রস্তুতি পর্ব চলছিল। তার পরের দিনই আবারও জানা যাচ্ছে যে, চলতি মাসেই ফের ১০ দিনের মাথায় বাংলায় আসতে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
আরও পড়ুনঃ টিএমসির খেলা শেষ, খেলা খতমঃ মোদী
জানা যাচ্ছে, ব্যাক টু ব্যাক দু-দিন ভোট প্রচার চালাবেন তিনি। তবে এখনও পর্যন্ত বিজেপির তরফ থেকে কোনও তথ্য দেওয়া হয়নি। প্রসঙ্গত, বিজেপির তরফে জানানো হয়েছে, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় মোট ২০ টি সভা করবেন।
যার প্রথমটি ছিল গতকালের বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে। এখনও আরও ১৯টি সভা বাকি। এই ১৯-র মধ্যে দুটি হতে চলেছে পুরুলিয়া ও কাকদ্বীপের সভা। এছাড়াও থাকছে অমিত শাহ ও জে পি নাড্ডার সমাবেশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584