নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
রাত পোহালেই পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় জনসভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার প্রস্তুতি ঘিরে তৎপরতা।
দ্রুত গতিতে চলছে মন্ডপ সজ্জার প্রস্তুতি হলদিয়ার হ্যালিপ্যাড ময়দানে। এই হ্যালিপ্যাড ময়দান থেকে প্রধানমন্ত্রী ধোবি-দুর্গাপুর পাইপলাইন প্রকল্পের উদ্বোধন করবেন। এই প্রকল্পে কেন্দ্রের ২,৪৩৩ কোটি টাকা খরচ হবে।
এছাড়াও হলদিয়ায় এলপিজি গ্যাস আমদানি টার্মিনালের উদ্বোধন করবেন তিনি। যার মাধ্যমে প্রত্যেক ভারতবাসীর হেঁসেলে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার প্রধানমন্ত্রীর স্বপ্ন আরও একধাপ দ্রুততর হবে। এই প্রকল্পে ১১০০ কোটি টাকা খরচ হবে কেন্দ্রের।
আরও পড়ুনঃ মালদা সফরে, মমতাকে ‘জয় শ্রীরাম’ খোঁচা নাড্ডার
এছাড়াও হলদিয়ার তেল শোধনাগারে আরও ১০১৯ কোটির আরও একটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সরকারি অনুষ্ঠানের পাশেই জনসভার একটি মঞ্চও প্রস্তুত করা হয়েছে যেখানে প্রধানমন্ত্রী জনসভা করবেন। সেই সভাতে যোগদান পর্ব থাকবে বলেও জানা গেছে।
আরও পড়ুনঃ ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সম্ভাবনা
তবে ওই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেন পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বলেন সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584