পনেরো দিনে তিনবার বাংলা সফর প্রধানমন্ত্রীর

0
79

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

দুহাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতের বার বাংলায় এসেছিলেন বিজেপির প্রচারে। তার ফল বিজেপি পেয়েছিল হাতে হাতে। এবার বিধানসভা নির্বাচনে নিজের সেই রেকর্ডও বোধ হয় ভেঙে ফেলতে পারেন। মাত্র পনেরো দিনে তিনবার বাংলা সফর তাঁর।

pm narendra modi | newsfront.co
নরেন্দ্র মোদী ৷ ফাইল চিত্র

আগামী বাইশ ফেব্রুয়ারি হুগলির ডানলপ মাঠের পর আঠাশ তারিখে ফের বাংলা সফর, তারপর আবার আগামী সাত মার্চ ফের ব্রিগেডের জনসভায় বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী।বামেদের ব্রিগেডের এক সপ্তাহের মধ্যে ব্রিগেডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেদিন প্রধানমন্ত্রীর হাত দিয়েই বঙ্গ বিজেপির পরিবর্তন যাত্রার পরিসমাপ্তি হতে চলেছে। তার আগে ২৮ ফেব্রুয়ারি মোদীর রাজ‌্য সফর রয়েছে।

২৮ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড। ওইদিন রাজ্যে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। একটি রাজনৈতিক সভাও তাঁর করার কথা। তার এক সপ্তাহ পর ৭ মার্চ মোদী ব্রিগেডে সভা করবেন। ফলে, এক সপ্তাহের মধ্যে রাজ্যে দু’টি জনসভা মোদীর। দু’সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর রাজ্যে তিনটি সফর।সোমবার বঙ্গ সফরে হুগলির সাহাগঞ্জের ডানলপ কারখানার মাঠে জনসভা করবেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ তীর্থক্ষেত্রের অবস্থা দেখে খারাপ লাগছেঃ অমিত শাহ

সেদিনের সরকারি কর্মসূচির মধ্যে দক্ষিণেশ্বর মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন-সহ কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের একটি অনুষ্ঠান ও প্রকল্পের শিলান‌্যাস রয়েছে। তার ঠিক পাঁচদিন পরেই আবার প্রধানমন্ত্রীর বঙ্গ সফর তাৎপর্যপূর্ণ। ভোটের আগে রাজ্যবাসীর মন জিততে কোনওরকম ঘাটতি বিজেপি রাখতে চায় না। কিন্তু প্রধানমন্ত্রীর দু’সপ্তাহের মধ্যেই তিনবার বঙ্গ সফরের পিছনে অন্য রাজনৈতিক কারণ রয়েছে বলেই মনে করা হচ্ছে।

বামেদের ব্রিগেডে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাহুল গান্ধী ব্রিগেডে হাজির থাকবেন কি না সেটা এখনও স্পষ্ট নয়। তবে বামেদের ব্রিগেডের দিনই প্রধানমন্ত্রীর জনসভা করাটা কাকতালীয় নাও হতে পারে।বাংলাকে যে বিজেপি ‘পাখির চোখ’ করেছে এবং বাংলার ক্ষমতা দখলের লক্ষ্যে প্রধানমন্ত্রী যে ঘনঘন বঙ্গ সফর করবেন সেকথা বহু আগে থেকেই বিজেপির নির্বাচনী রণকৌশলের অঙ্গ হিসাবে ঠিক হয়ে রয়েছে।

আরও পড়ুনঃ ‘সপ্তম বেতন কমিশন’ কার্যকর করার প্রতিশ্রুতি অমিত শাহ’র

আসলে বাংলা দখলের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন এবং তাঁর ভাবমূর্তির উপরই বাজি ধরছে বিজেপি। এর আগে লোকসভা নির্বাচনে ভোটবাক্সে তার ফলও পেয়েছিল বিজেপি। বিধানসভাতেও একই ঘটনার পুনরাবৃত্তি চাইছে গেরুয়া শিবির। তাছাড়া রাজ্যের ভোটের সামান্য আগে ব্রিগেডে জনসভা করে নিজেদের শক্তিপ্রদর্শনও করে নিতে চায় গেরুয়া শিবির।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here