দেশবাসীকে টুইট করে ‘হোলি’র শুভেচ্ছা নরেন্দ্র মোদির

0
50

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

হিন্দি ভাষায় এই টুইটে মোদি লিখেছেন, “আপনাদের সকলকে হোলির শুভেচ্ছা। এটি আনন্দের, উচ্ছাসের উৎসব। কামনা করি সকলের জীবনে নতুন উদ্দীপনা নিয়ে আসুক এই উৎসব।”

narendra modi | newsfront.co
ফাইল চিত্র

প্রাথমিকভাবে হোলি হিন্দুদের উৎসব হলেও অন্য ধর্মের মানুষজন ও রঙের উৎসবে অংশগ্রহণ করেন। দেশে বসন্তের আগমনের সূচনা হয় হোলি থেকেই।

হোলির মূল আকর্ষণ রং খেলা। সব বয়সের মানুষ সামিল হন রং খেলায় এছাড়া বিভিন্ন ধরণের মিষ্টি, থান্ডাই (ভাঙের সুস্বাদু শরবত), সবকিছু সহযোগে দেশজুড়ে পালিত হয় হোলি। যদিও বর্তমান বছরে আবার করোনা ভাইরাসের কামড় এই সময়েই, ফলে দেশের বহু রাজ্যেই বন্ধ উৎসবের আমেজ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here