বিজেপির পাখির চোখ বাংলা, বঙ্গ দখলে এপ্রিলে ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর

0
83

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

মার্চের পর এপ্রিল মাসে বঙ্গের ভোট একেবারে শেষ লগ্নে এসে পৌঁছাবে। তাই এপ্রিল মাসেই বাংলায় বিজেপির প্রচার তুঙ্গে নিয়ে যেতে প্রধানমন্ত্রী পনেরটি জনসভা করবেন বলে খবর। চলতি মাসে ভোটের আগে আরও চারবার রাজ্যে সভা করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে প্রথম সভাটি আঠারোই মার্চ পুরুলিয়ায়।

pm modi | newsfront.co
ফাইল চিত্র

তারপর কুড়ি মার্চ খড়্গপুর ও বাইশে মার্চ বাঁকুড়ায় সভা করতে আরও একবার বাংলায় আসবেন প্রধানমন্ত্রী। এরপর আগামী চব্বিশে মার্চ কাঁথিতে রাজ্যের সবচেয়ে চর্চিত আসন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে জনসভায় বক্তৃতা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী।বিজেপি সূত্রে খবর, শুধু মার্চে নয়, এপ্রিলে ভোট যখন মধ্যগগনে থাকবে, সেসময়ও একাধিকবার রাজ্য সফরে আসবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ পদ্মে চেপে লড়বে কে, শিকে ছিঁড়বে কার! প্রহর গুনছে বঙ্গ বিজেপি

উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ মিলিয়ে একাধিক জেলায় সভা করবেন। এমনকী কলকাতাতেও ফের জনসভা করবেন তিনি। জানা গিয়েছে, প্রথম সভা পয়লা এপ্রিল দক্ষিণ চব্বিশ পরগণার মথুরাপুর এবং দ্বিতীয় সভা হাওড়ার উলুবেড়িয়ায়, সেদিন দুটি সভা থাকবে মোদীর। এরপর তৃতীয় সভা তিন এপ্রিল আরামবাগে। চতুর্থ সভা ছয়ই এপ্রিল, কোচবিহার। এরপর সেদিনই পঞ্চম সভা মোদীর কলকাতার কাছে সোনারপুরে। ফের দশই এপ্রিল রাজ্যে আসবেন। সেদিন শিলিগুড়িতে ষষ্ঠ জনসভা করতে আসবেন প্রধানমন্ত্রী।

এখানেই শেষ নয়, সপ্তম সভা আগামী বারোই এপ্রিল কল্যাণী ও বর্ধমানে ফের জোড়া জনসভা প্রধানমন্ত্রীর। এরপর নবমতম সভা করতে চোদ্দই এপ্রিল বারাসত ও রাজ্যে দশম জনসভা মোদী করবেন কৃষ্ণনগরে। তারপর এগারোতম সভা আগামী সতেরো এপ্রিল গঙ্গারামপুর এবং বারোতম সভা কুড়ি এপ্রিল। প্রধানমন্ত্রীর তের তম জনসভা হবে আগামী বাইশ এপ্রিল আসানসোলে ও সেদিনই চোদ্দ তম মালদায় সভা তাঁর। এর পরদিন তেইশ তম জনসভা খাস দক্ষিণ কলকাতায়।

আরও পড়ুনঃ রবিবার খড়্গপুরে রোড শো অমিত শাহ’র

বাংলাকে যে বিজেপি পাখির চোখ করেছে এবং বাংলার ক্ষমতা দখলের লক্ষ্যে প্রধানমন্ত্রী যে ঘনঘন বঙ্গ সফর করবেন সেকথা বহু আগে থেকেই বিজেপির নির্বাচনী রণকৌশলের অঙ্গ হিসাবে ঠিক হয়ে রয়েছে। আসলে বাংলা দখলের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন এবং তাঁর ভাবমূর্তির উপরই বাজি ধরছে বিজেপি। এর আগে দুহাজার উনিশ লোকসভা নির্বাচনের আগেও ব্রিগেড করেছিলেন প্রধানমন্ত্রী।

লোকসভার আগে নজিরবিহীনভাবে রাজ্যে সতেরটি জনসভা করেন মোদী। ভোটবাক্সে তার ফলও পেয়েছিল বিজেপি। বিধানসভাতেও একই ঘটনার পুনরাবৃত্তি চাইছে বিজেপি। তাছাড়া রাজ্যের ভোটের সামান্য আগে ব্রিগেডে জনসভা করে নিজেদের শক্তিপ্রদর্শনও করে নিয়েছে রাজ্য বিজেপি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here