মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় মেয়াদ একবছর পূর্ণ হল। করোনাভাইরাসের মোকাবিলা করে সর্বক্ষণ এগিয়ে চলেছেন তিনি। মেয়াদের এক বছর পূর্তি উপলক্ষে দেশবাসীর উদ্দেশে একটি চিঠি লিখে নিজের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
গতবছর আবারও একবার ক্ষমতায় আসার পর অনেককিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং ওই সিদ্ধান্তগুলোকে পূরণ করার জন্য দ্রুত অগ্রগতির দিকে এগোনোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই সবকিছুতে বাদ সাধল করোনা ভাইরাস নামের একটি অসুখ। দেশকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে বর্তমানের এই করোনা পরিস্থিতি।
এই করোনা সঙ্কটের কারণেই “সাংঘাতিকভাবে ভুগতে হচ্ছে” পরিযায়ী শ্রমিকদের। তবে করোনা সঙ্কটের ফলে শুধুমাত্র যে পরিযায়ী শ্রমিকরা ভুগছেন তা নয়, ভুক্তভোগী সমগ্র দেশবাসী। দেশের এই দুর্দিনে এতকিছুর পরেও হাল ছাড়েননি প্রধানমন্ত্রী। এদিন হতাশার বার্তার মধ্যেও আশার আলো দেখিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি বিশ্বাস করেন, করোনা পরিস্থিতির কারণে ভারতের অর্থনীতি দূর্বল হয়ে পড়লেও অর্থনৈতিকভাবে দেশ আবার ঘুরে দাঁড়াবে এবং অবাক চোখে তা দেখবে গোটা বিশ্ব।
দেশবাসীর উদ্দেশ্যে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, নিজের চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে কখনোই এটা বলা যায় না যে কেউ কোনও অসুবিধা বা সমস্যায় পড়েননি। এই কঠিন সময়ে আমাদের দেশের শ্রমজীবী মানুষজন, পরিযায়ী শ্রমিক, ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এবং কারিগর, হকার সহ দেশের সব ধরণের মানুষই প্রচণ্ড দুর্ভোগ সহ্য করছেন। তবে, আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের এইসব সমস্যাগুলো যেন কোনওভাবেই বিপর্যয়ের আকার না নেয়।”
আরও পড়ুনঃ চিনা আগ্রাসনের সমালোচনা করলেন সোনম ওয়াংচুক
ফের একবার স্বনির্ভর ভারতের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী লিখেছেন, “আমাদের দেশ একসঙ্গে অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। নানা রকমের সমস্যার মুখোমুখিও হতে হয়েছে ভারতকে। আমি দিনরাত কাজ করে যাচ্ছি। আমার কাজে হয়তো কিছু ঘাটতি থাকতে পারে তবে আমাদের দেশের মধ্যে কোনও উদ্যমের অভাব নেই। সুতরাং, আমি আমার নিজের শক্তির থেকে অনেক বেশি দশেরক্ষমতায় বিশ্বাস রাখি। তাই নিজের ওপর কোনোদিন বিশ্বাস হারাবেন না”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584