ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
আগামী ২৭ এপ্রিল অর্থাৎ লকডাউন ভঙ্গের ঠিক ৭ দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে লকডাউনের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয় দফায় দেশের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সাথে পরামর্শ করে ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তবে এবার লকডাউন শেষ হবার এক সপ্তা আগে তিনি আলোচনা করতে চলেছেন।
উল্লেখ্য গোটা দেশজুড়ে নকডাউনের জেরে ইতিমধ্যে আশ্রয়হীন শ্রমিকদের দুর্দশার চিত্র ধরা পড়ছে। অনেক জায়গায় সরকারি ত্রাণ বিতরণের ক্ষেত্রে গড়মিলের অভিযোগ উঠছে। হলে বারবার দেশের বিভিন্ন প্রান্তে অনাহারের ছবি ধরা পড়ছে।
যদিও ই-কমার্স সার্ভিসের ক্ষেত্রে সামান্যতম ছাড় ঘোষণা করেছে মোদি সরকার। সাথে বিভিন্ন অর্থনীতিবীদ ও তথ্য সমীক্ষা বারবার সরকারকে সচেতন করিয়ে জানাচ্ছে করোনার জেরে যে আর্থিক মন্দা দেখা দেবে তাতে বাড়বে তীব্র বেকারত্ব। ইতিমধ্যেই উদ্বেগ বাড়িয়ে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অর্থাৎ আন্তর্জাতিক শ্রমিক সংঘ জানিয়েছে করোনা পরবর্তীতে ভারতের ৪০ কোটি মানুষ কর্ম হারাবেন যাদের বেশির ভাগই অসংগঠিত ক্ষেত্রে নিয়োজিত।
লকডাউনের মধ্যেও দেশে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সরকারের কাছে এই মুহূর্তে সবথেকে চ্যালেঞ্জ এর সময়। একদিকে করোনাকে রুখে দেবার চ্যালেঞ্জ।
অপরদিকে লকডাউনের ফলে তীব্র আর্থিক সংকটের হাত থেকে দেশকে বাঁচানো। এই দুই চ্যালেঞ্জই দাঁড়িয়ে রয়েছে লকডাউনের ভবিষ্যতের ওপর। তাই হয়তো লকডাউন শেষ হবার এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রীদের সাথে আলোচনার ঘোষণা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584