পিয়ালী দাস,বীরভূমঃ
রথের রশিতে টান দিতে এবার অনুব্রতের দুর্গে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বি.জে.পি সূত্রে এমনটাই খবর।বাংলাকে অনেক আগে থেকে টার্গেট করেছেন অমিত শাহ। লোকসভায় বঙ্গ বি.জে.পি-কে ২২টি আসনের টার্গেটও দিয়েছেন।সেই টার্গেট পূরণ করতে নরেন্দ্র মোদিকেই সামনে আনতে চাই রাজ্যের বি.জে.পি নেতারা।সম্প্রতি দিল্লি গিয়ে সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে সেটাই বুঝিয়েছেন দিলীপ ঘোষ।এরপরই প্রধানমন্ত্রীর অফিস থেকে ১৪ ডিসেম্বর বীরভূমে রথের কর্মসূচিতে নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন বলে সবুজ সংকেত মিলেছে।সবকিছু ঠিকঠাক থাকলে এক মঞ্চেই নরেন্দ্র মোদি ও অমিত শাহকে হাজির করার পরিকল্পনা রাজ্য বি.জে.পি-র।রামপুরহাট রেল ময়দানে রথযাত্রার এই অনুষ্ঠান হবে।ওইদিন সেখানে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিরও।
সূত্রের খবর, এমনিতে বীরভূম জেলা তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দুর্গ বলে পরিচিত।তাঁর অঙ্গুলি হেলনেই নাকি সবকিছু হয়। তাই তাঁকে কড়া বার্তা দিতেই নরেন্দ্র মোদিকে এখানে আনার পরিকল্পনা করেছেন রাজ্য বি.জে.পি নেতারা।দলের প্রধান দুই মুখকে এনে বীরভূমেও বি.জে.পি-র একটা হাওয়া তোলার প্ল্যান করেছেন।এখন দেখার একই মঞ্চে মোদি ও অমিত শাহ জুটি কতটা লোক টানে।
বি.জে.পি সূত্রে আরও জানা গেছে, রথযাত্রার অনুষ্ঠানে উপস্থিত থাকা ছাড়াও এখান থেকে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।তবে সেগুলির জন্য তিনি আলাদা সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন।
এ প্রসঙ্গে রাজ্য বি.জে.পি-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “অনুব্রতের দুর্গেই আমরা এবার ফাটল ধরাতে চাই।তাই বীরভূম জেলায় বি.জে.পি কর্মীদের মনোবল চাঙ্গা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন।” এই সভায় রের্কড সংখ্যক ভিড় হবে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584