বিক্ষোভের জেরে আটকে গেল কনভয়, “বেঁচে ফিরতে পেরেছি এই অনেক”, প্রতিক্রিয়া মোদীর

0
89

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের পর বুধবার প্রথম পাঞ্জাবে যাওয়া প্রধানমন্ত্রীর কিন্তু মোটেই সুখকর হল না সে যাত্রা। এক বিক্ষোভের মুখে পড়ে প্রায় ১৫ থেকে ২০ মিনিট প্রধানমন্ত্রীর কনভয় আটকে যায় পথেই। শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত গন্তব্যে না গিয়েই ফিরে যেতে হয় তাঁকে।

PM Modi convoy
ছবি সৌজন্যেঃ এএনআই

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে যে, হুসেনিওয়ালাতে জাতীয় শহীদ স্মৃতি সৌধে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। সকালেই ভাটিন্ডা বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিশেষ বিমান। এরপরে হেলিকপ্টার করে সেখানে যাওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে সড়ক পথে হুসেনিওয়ালার উদ্দেশ্যে যাত্রা করেন মোদী। কিন্তু একটি ফ্লাইওভারের ওপর প্রধানমন্ত্রীর কনভয় পৌঁছলে দেখা যায় যে বেশ কিছু বিক্ষোভকারী অবরোধ করেছে। সেখানে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করেন প্রধানমন্ত্রী।

এরপর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে সেখান থেকে প্রধানমন্ত্রীকে ভাটিন্ডা বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে যান তাঁর নিরাপত্তা আধিকারিকরা। পঞ্জাব সরকারের কাছে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনায় যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে।

আরও পড়ুনঃ কম উপসর্গযুক্ত বা উপসর্গবিহীন করোনা রোগীদের ঘরবন্দি থাকতে হবে ৭ দিন, নয়া নির্দেশিকা কেন্দ্রের

এই ঘটনার পরে ভাটিন্ডা বিমানবন্দরে ফিরে আধিকারিকদের উদ্দেশ্যে নরেন্দ্র মোদী বলেন, ‘‘বেঁচে ফিরতে ফেরেছি, এই অনেক! এর জন্য মুখ্যমন্ত্রীকে আমার হয়ে ধন্যবাদ জানাবেন।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here