ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
করোনাতেই কাবু বাংলা তার উপর ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যে এই ভয়াল ঘূর্ণিঝড় সুপার সাইক্লোনে পরিনত হয়েছে। বুধবার সন্ধ্যে বা বিকেলে ভারতে পশ্চিমবঙ্গের দিঘা এবং বাংলাদেশের হাতিয়া হয়ে ধেয়ে যাবে। প্রতিঘন্টায় ঘূর্ণিঝড়ের বেগ হতে পারে ১৬৫-১৭৫ কিমি, তবে ১৮৫ কিমিও হতে পারে।
মঙ্গলবার বিকেল থেকেই পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকায় ঝড়ো হাওয়া বইতে শুরু করবে এ সময় হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৪৫-৫৫ কিমি।
আরও পড়ুনঃ লকডাউন ৪: কর্মক্ষেত্রে থার্মাল স্ক্রীনিং বাধ্যতামূলক, আরোগ্য সেতু নিয়ে সুর নরম
ইতিমধ্যেই এই প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিকেল চারটে প্রধানমন্ত্রীর এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রক এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা। এই বৈঠকে উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়া, উদ্ধারকাজ, ত্রাণ সহ নানা বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর এই বৈঠকে রাজ্যের কোন আধিকারিক অথবা সরকারকে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়নি বলে দাবি নবান্নের। যে রাজ্যের উপর ঝড় আছড়ে পরার কথা সেই রাজ্যের কোন আধিকারিক অথবা সরকারকে ব্রাত্য রেখে কেন্দ্রের এই বৈঠকে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বৈঠকে রাজ্যকে না জানিয়ে এই বৈঠকে রেসিডেন্ট কমিশনারকে ডাকা নিয়েও প্রশ্ন তুলেছে নবান্ন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584