নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
দুঃস্থ ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো পান্থপাদপ সোসাইটি।ধর্মা পশ্চিম মেদিনীপুর পান্থপাদপ সোস্যাইটির উদ্যোগে দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম ও অন্যান্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা একাদশ শ্রেণীর পঁয়তাল্লিশ জন দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে পাঠ্য পুস্তক তুলে দেওয়া হলো রবিবার।
সোসাইটির উদ্যোগে মেদিনীপুর শহরের উপকণ্ঠে আয়োজিত এই ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি সুশান্ত কুমার ঘোষ, সহ সভাপতি সরোজ মান্না, সম্পাদক সুব্রত দত্ত ,সহ সম্পাদক দেবব্রত দত্ত, মাতুয়ার মল্লিক, সুদীপ কুমার খাঁড়া, শেখ মুস্তাক আলি, নন্দদুলাল চক্রবর্তী, মলয় সমাজপতি, শান্তনু বেরা, সন্দীপ জানা, দিব্যেন্দু সাহা,পান্না মহাপাত্র, অপরাজিতা দত্ত সহ অন্যান্য সদস্য-সদস্যা বৃন্দ।
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক উত্তীর্ণ দুঃস্থ মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংস্থা
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল পাল ,আলোক দে , শ্রীকৃষ্ণ একাডেমির কর্মকর্তা সুমন পাত্র ও অনুপম ঘোষ প্রমুখ বিশিষ্ট জনেরা।
সভাপতি সুশান্ত ঘোষ তাঁর স্বাগত ভাষণে জানান,দারিদ্রতাসহ যেকোন প্রতিকূলতার বিরুদ্ধে দুঃস্থ-মেধাবী ছাত্র ছাত্রীদের নিরলস ক্লান্তিহীন লড়াই এ পান্থপাদপ সোসাইটি অতীত দিনে যেমন পাশে থেকেছে আগামী দিনেও তেমনি থাকবে ।
সম্পাদক সুব্রত দত্ত ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি সমাজসেবার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।তিনি আরও বলেন,সমাজকে উন্নত করার শিক্ষা এই বয়স থেকেই নিতে হবে।
এছাড়াও নিজ নিজ সংক্ষিপ্ত ভাষণে বর্তমান কালে ছাত্র ছাত্রীদের বিপথগামীতা, মোবাইল অপব্যবহারে আসক্তি,ব্যক্তিকেন্দ্রিকতা সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করে দেশ ও সমাজ গঠনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান সোসাইটির সদস্য দেবব্রত দত্ত, সুদীপ খাঁড়া, মুস্তাক আলি, দিব্যেন্দু সাহা, নন্দদুলাল চক্রবর্তী , আলোক দে এবং উজ্জ্বল পাল সহ অন্যান্য বিশিষ্টজনরা।
জল সংরক্ষণ , বৃক্ষ রোপন সহ পরিবেশ রক্ষায় ছাত্র ছাত্রীদের এগিয়ে আসতে অনুরোধ করেন সুমন পাত্র। উল্লেখ্য পান্থপাদপ সোসাইটির উদ্যোগে সাত বছর ধরে দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক প্রদান করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584