নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃবাংলার রাইটার্স ফোরামের উদ্যোগে কবিতায় গানে নাচে কবি সম্মেলন অনুষ্ঠিত হলো নবদ্বীপ ধাম রেলস্টেশন সংলগ্ন রেল কলোনীতে। কবি সম্মেলনের উদ্বোধন করেন কবি মনোরঞ্জন সাহা। প্রধান অতিথি ছিলেন ছড়াকার তপন বৈরাগ্য বিশেষ অতিথি ছিলেন সচিব দুলাল পাল চন্দ্রাবতী মুখোপাধ্যায়। কবি সম্মেলনের আহ্বায়ক এবং ফোরামের রাজ্য সম্পাদক শ্যামল রায় এই ধরনের অনুষ্ঠানে প্রয়োজনীতা এবং নানান দিক আলোচনা করেন। কবি সম্মেলনে এই প্রজন্মের দুই কবি শিব শংকর বক্সী ও কবি ঝুমা রায় কে সংবর্ধনা যাপন করা হয়। সঙ্গীত পরিবেশন করেন অনুপম বসুক শ্রেয়ান রায় মৌমিতা দে মধুছন্দা গোস্বামী সাধন দাস বাউল প্রমুখ। শ্রীময়ী সুশীল সমাজের সদস্যরা কবিতায় গানে নাচ দিয়ে একটি সুন্দর অনুষ্ঠান পরিবেশন করেন। কবি তপতী নন্দীর পরিচালনায় অনুষ্ঠানটি মনোমুগ্ধকর হয়ে ওঠে।
সুমনা ভট্টাচার্যের উপস্থিত সকলকে মন ভরে দেয়। কবি সম্মেলনে মোট 50 জন কবিতা পাঠ করেন। কবিতা পড়েন প্রণব কুমার দত্ত রবীন্দ্র কুমার হালদার তপন কুমার বৈরাগ্য সুদীপ্ত পাল চন্দ্রকান্ত ডুবুরি রমা দেবনাথ প্রবীর দেবনাথ বাবলি সাহা গৌতম ঘোষ শিখা চক্রবর্তী চন্দ্রাবতী মুখোপাধ্যায় বিজন কৃষ্ণ কুন্ডু রঞ্জিত গোস্বামী শৈলেন বিশ্বাস শ্যামাপদ দাস সমীর দেবনাথ রবীন্দ্রনাথ হালদার সোমেশ মন্ডল তপন কুমার দাস রাহুল দেবনাথ সঞ্চিতা রায়চৌধুরী শিব নাথ মন্ডল নির্মল কোড়া সুব্রত ভট্টাচার্য ডুবে অরুণ দেবনাথ নিমাই দেবনাথ স্নেহা কুমারী নন্দী প্রমুখ।
এই কবি সম্মেলনে বিশিষ্ট সমাজসেবী শোভা গোলদার এবং সমাজসেবী সুভাষ গোলদার সময় উপযোগী মানব ধর্ম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। কবিতা নিয়ে আলোচনা করেন কবি মনোরঞ্জন সাহা প্রমুখ। কবি শিব শংকর বকশী কবিতার নানান দিক নিয়ে সুন্দর ভাবে একটি বক্তব্য উপস্থাপনা করেন। কবি ঝুমা রায় তাঁর কবিতার নানা দিক নিয়ে আলোচনা করেন কবি সাংবাদিক শ্যামল রায়। সমগ্র অনুষ্ঠানের আপ্যায়নে ছিলেন সমীর দে মিনু দে প্রমুখ। শিপ্রা দে। সংগীত পরিবেশন করে সকলের মন আকৃষ্ট করে। বিশিষ্ট সাহিত্যনুরাগী শ্যামলাল দে তার আবাসনের প্রাঙ্গণটি দিয়ে এই কবি সম্মেলনের অনেকটাই কাজ এগিয়ে দিয়েছিলেন তিনি। একটি জমজমাট সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত হলো নবদ্বীপ শহরের নবদ্বীপ রেল কলোনীতে। কবি সম্মেলন এর সঞ্চালনায় ও উদ্যোগী ছিলেন কবি সম্পাদক সাংবাদিক শ্যামল রায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584