শ্যামল রায় ও পূরবী রায়, কলকাতাঃ
সাম্প্রতিক কলকাতার বাংলা একাডেমিতে সুর অঙ্গন সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে পত্রিকার উদ্বোধন ও কবি সম্মেলন অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন এই সময় কালের বিশিষ্ট কবি কৃষ্ণা বসু সৈয়দ হাসমত জালাল সুকুমার রুজ কার্তিক বন্দ্যোপাধ্যায় পঙ্কজ বন্দোপাধ্যায় কবি সুব্রত ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্ট কবি এবং গুণীজনেরা। সুর অঙ্গন নামে ত্রৈমাসিক পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন হয় এদিন। সুর অঙ্গনের সম্পাদিকা অপর্ণা বন্দ্যোপাধ্যায় ও সহসম্পাদক চন্দন ঘোষ উপস্থিত থেকে সুর অঙ্গন এর নানান দিক নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা মধ্যে দিয়ে তুলে ধরেন।
এই অনুষ্ঠানে একাধিক কবি উপস্থিত থেকে স্বরচিত কবিতা পাঠ করেন এবং অনেকেই আবৃত্তি করেন।
তবে জানা গিয়েছে যে কবি সুব্রত ভট্টাচার্য দীর্ঘদিন ধরে কবিতার জগতে একটি বিশেষ জায়গা দখল করে আছেন। এযাবৎকাল ১২তম কাব্য ভূষণ প্রকাশিত হয়েছে।
এছাড়াও তিনি একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন বলে জানিয়েছেন সুব্রতবাবু। তার কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য কাব্য হলো মুক্ত ঝিনুক।
এছাড়াও কবি সুব্রত ভট্টাচার্য একজন আন্তর্জাতিক কবি হিসেবে ইতিমধ্যেই পরিচিতি হয়ে উঠেছেন। বাংলাদেশের অতি পরিচিতি লিটল ম্যাগাজিন গাঙচিলের সদস্য হয়েছেন, কবিতা বিচারক হয়েছেন এবং বহু পুরস্কার তিনি পেয়ে গেছেন ইতিমধ্যে।
সাহিত্য সাগর কবি নক্ষত্র কবি ভারতী বঙ্গদর্শন নজরুল ইসলাম কবি জীবনানন্দ স্মৃতি পুরস্কার সহ একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন কবি।
এছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছেন তিনি। কবিদের সাথে কবিদের মেলবন্ধনে তার হাঁটাচলা অবাধ প্রবেশ রয়েছে। প্রতিবাদী মানুষ হিসাবে সকলের কাছে জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন তিনি ইতিমধ্যে।অভিনন্দন জানাতেই হয় সুব্রত ভট্টাচার্যকে তাই ধন্যবাদ জানিয়েছেন সুর অঙ্গনের সম্পাদিকা অপর্ণা বন্দ্যোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584