রানাঘাটে সারা বাংলা কবিতা উৎসব

0
129

শ্যামল রায়,নদীয়াঃ

নদীয়ার রানাঘাটের আহেলী কনফারেন্স হলে সারা বাংলা কবিতা উৎসব ও সাহিত্য বাসর অনুষ্ঠিত হলো।অদ্বিতীয়া পত্রিকা বার্ষিক ষষ্ঠ সংখ্যা প্রকাশ উপলক্ষে ছিল কবিতা পাঠের আসর।
কবিতা উৎসবের উদ্বোধক ছিলেন রাজ্য সরকারের কারিগরি শিক্ষা দফতরের যুগ্ম সচিব সুঁপর্ণ কুমার রায় চৌধুরী।এছাড়াও উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভা চেয়ারম্যান পার্থসারথি চট্টোপাধ্যায় অদ্বিতীয়া পত্রিকার সম্পাদক মিহির মিত্র, সাংবাদিক কবি শফিকুল ইসলাম, তারক দেবনাথ গৌরাঙ্গ কৃষ্ণ দে দীনেশচন্দ্র হাজারী।অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা হয় এবং অদ্বিতীয় পত্রিকার মোড়ক উন্মোচিত হয়।

নিজস্ব চিত্র

সম্পাদক মিহির মিত্র জানিয়েছেন যে এই সমস্ত কবিতা উৎসব করার প্রধান উদ্দেশ্য হলো সম্পাদক এবং লেখকদের মধ্যে একটি মেলবন্ধন তৈরি করে দেওয়া।ইতিমধ্যেই বেশ কয়েকজন এই কাজকে সফলতার সঙ্গে নিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন মেহের বাবু।কবি সাংবাদিক সংগঠক শ্যামল রায় এবং কবি তারক দেবনাথের নাম উল্লেখ করেন তিনি। এছাড়াও এই কবিতা পাঠের আসরে উল্লেখযোগ্য কবিদের তালিকায় ছিলেন তুষার কান্তি মুখোপাধ্যায় সুদর্শন বন্দ্যোপাধ্যায় দেবব্রত ভট্টাচার্য শিউলি সরকার রবীন্দ্রনাথ হালদার পারভীন শান্তি সন্ধ্যা রং, শেখ হক বুদ্দিন সহ অনেকে।উপস্থিত সকল কবিদের স্মারক সম্মান দিয়ে সংবর্ধিত করা হয়।কবিতা উৎসবে মোট দেড় শতাধিক কবি উপস্থিত হয়েছিলেন।

আরও পড়ুনঃ মিলছে না ক্ষতিপূরণের টাকা,স্মরকলিপি বিডিওকে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here