রাইটার্স গিল্ডের কবিতা উৎসব

0
110

শ্যামল রায়,বর্ধমানঃ

শনিবার সারাদিনব্যাপী রাইটার্স গিল্ডের উদ্যোগে কবিতা উৎসব অনুষ্ঠিত হলো কালনা ২ নম্বর ব্লকের পাতিল পাড়ায় কবি মৈত্রী বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এই কবিতা উৎসবের উদ্বোধক ছিলেন কবি গবেষক তারকেশ্বর চট্টরাজ। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন তিনি।
উপস্থিত ছিলেন কবি দুর্গাপদ মন্ডল বাংলার রাইটস ফোরামের রাজ্য সম্পাদক শ্যামল রায় কবি রমলা মুখোপাধ্যায় মানিক চন্দ্র বিশ্বাস।

রাইটার্স গিল্ডের রাজ্য সম্পাদক আনন্দ গোপাল গোস্বামী কবি ও কবিতার কথা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন। সঙ্গীত পরিবেশন করেন রূপকথা পাত্র রুমেলা বসু।

নিজস্ব চিত্র

কবিতা উৎসবে বিভিন্ন জেলা থেকে আসা ৩০ জন কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেন।
উল্লেখযোগ্য কবিদের তালিকায় ছিলেন বাড়ির বরণ ভট্টাচার্য সঞ্জয় গোস্বামী গৌতম ঘোষ রবি লাল টুডু মৈত্রী বন্দ্যোপাধ্যায় সন্ধ্যা সাহা বনমালী ঘোষ উদয় চন্দ্র সাহা শ্যামল রায় তারকেশ্বর চট্টরাজ দুর্গাপদ মন্ডল রমলা মুখোপাধ্যায় সম্পৃক্তি মুখোপাধ্যায় সন্ধ্যা রং প্রমূখ। এই কবিতা উৎসবে বাউলমন নামে একটি পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন বিশিষ্ট কবি প্রাবন্ধিক শ্যামল বারুরি।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন আনন্দ গোপাল গোস্বামী। এখানে ঘোষণা করা হয় বাংলার রাইটস ফোরামের উদ্যোগে আগামী ৩০ জুন নদীয়া জেলার মায়াপুর ইসকন মন্দিরে সারাদিনব্যাপী দক্ষিণবঙ্গ কবিতা উৎসব অনুষ্ঠিত হবে লেখক-লেখিকাদের উপস্থিত থাকতে সাদর আমন্ত্রণ জানিয়েছেন ফোরামের রাজ্য সম্পাদক শ্যামল রায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here