করোনা রোগীকে অশ্বত্থ গাছের নীচে বসিয়ে রাখার পরামর্শ যোগীরাজ্যে

0
92

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

উত্তরপ্রদেশে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা তিন লক্ষ ছাড়িয়েছে। স্বাভাবিক ভাবেই এই পরিমাণ রোগী থাকার জন্য অক্সিজেন সংকট চরমে। অক্সিজেনের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ানো রোগীর পরিবারের লোকেদের পুলিশ ‘পরামর্শ’ দিচ্ছে রোগীকে অশ্বত্থ গাছের নীচে বসিয়ে রাখলে উপশম হবে শরীরে অক্সিজেনের অভাবের।
অক্সিজেনের খোঁজে করোনা আক্রান্তদের পরিজনেরা দৌড়ে বেড়াচ্ছেন ।

Prayagraj | newsfront.co
ছবি সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

প্রয়াগরাজের বিজেপি বিধায়কের অক্সিজেন প্ল্যান্টেও ভিড় জমিয়েছিলেন অনেকে। সেখানে ‘শান্তিশৃঙ্খলা’ বজায় রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ। কোভি়ড আক্রান্ত বাবার জন্য অক্সিজেন আনতে গিয়ে সেখানে পুলিশের তাড়া খাওয়ার কথা এক জানিয়েছেন এক যুবক। তিনি এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘অক্সিজেন প্ল্যান্টে কথা বলার মতো কেউ ছিল না। অক্সিজেনের জন্য কথা বলার জন্য আমি ভিতরে যেতেই পুলিশ তাড়া করেছে।’’ প্রয়াগরাজের সমস্ত হাসপাতাল ঘুরেও তিনি তাঁর বাবার জন্য অক্সিজেন জোগাড় করতে পারেননি বলেই জানা গিয়েছে।

আরও পড়ুনঃ কমিশনের কাছে মৃত ৫৭৭ জনের তালিকা জমা শিক্ষক সংগঠনের, গণনা বয়কটের ইঙ্গিত

এক যুবক তাঁর মায়ের জন্য অক্সিজেন আনতে যান বিজেপি বিধায়কের প্ল্যান্টে, তাঁর অভিযোগ, পুলিশ তাঁকে বলেছে, ‘‘মাকে অশ্বত্থ গাছের নীচে বসিয়ে রাখ। শরীরে অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে।’’ এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে, স্বাভাবিক ভাবেই তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। উত্তরপ্রদেশে কোভিডের চিকিৎসা করতে গিয়ে সাধারণ মানুষের ঠিক কি অবস্থা হচ্ছে তার চিত্র সামনে আসছে প্রতিদিন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here